ইন্টার ইউনির্ভসিটি দলগত দাবা চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় নাইটস মেয়ারস
- আপডেট সময় : ০৭:৩৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১০৩ বার পড়া হয়েছে

ইন্টার ইউনির্ভসিটি দলগত দাবা চ্যাম্পিয়নশিপ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ দাবা ফেডারেশন ও স্পোর্টস বাংলার আয়োজনে এবং গ্রেট ওয়াল সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও রূপালী ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ইন্টার ইউনির্ভসিটি দলগত দাবা চ্যাম্পিয়নশিপ এর পুরস্কার বিতরনী অনুষ্ঠান আজ সোমবার (১৮- সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়।
জাতীয় ক্রীড়া ফেডারেশন ফোরামের সভাপতি ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করেন।
বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও যুগ্ম-সম্পাদক ড. শোয়েব রিয়াজ আলম, গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, এলিগ্যান্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ব্যবস্থাপনা পরিচালক আন্তর্জাতিক অর্গনাইজার মাহমুদা হক চৌধুরী, মোঃ আরিফুজ্জামান আরিফ, আন্তর্জাতিক দাবা বিচারক মোঃ হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান ও গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ লিঃ এর কর্মকর্তা আসিফ মোহাম্মদ একরাম।
চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় নাইটস মেয়ারস এক লক্ষ টাকা, রানার্স-আপ ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সি, বাংলাদেশ পঞ্চাশ হাজার ও তৃতীয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাসেল ক্রুসারস পঁচিশ হাজার টাকা অর্থ পুরস্কার ট্রফি, মেডেল লাভ করে।

















