সংবাদ শিরোনাম ::
শাহজাদপুরে আওয়ামীলীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে চাঁদাবাজি মামলা বেলকুচিতে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ জন আটক ৭ নভেম্বর না আসলে বাংলাদেশ বিলীন হয়ে যেত: বাউবি উপাচার্য বেলকুচির সেন ভাঙ্গাবাড়ী বাজার মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন “জয় বাংলা” স্লোগান দেওয়ায় সাবেক পিপি-কে গণপিটুনি, পুলিশে সোপর্দ উলিপুরে শিক্ষকদের বিরুদ্ধে ভোট কেন্দ্র মেরামতের টাকা আত্নসাতের অভিযোগ খাজা শাহ্ এনায়েতপুরী (রহ:) এর ১১০ তম ওরছ শরীফের দাওয়াত পত্র বিতরণ  রাজশাহীর মাঠে স্পীড স্কেটিংয়ে বগুড়ার স্কেটারদের ৩টি স্বর্ণপদক সহ ৮ পদক অর্জন এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষে আলোচনা সভা

দুই শতাধিক উঠান বৈঠক করে রেকর্ড সৃষ্টি করেছেন নজরুল হাসান মানিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২০:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১১৯ বার পড়া হয়েছে

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা: সিরাজগঞ্জের (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) নিয়ে গঠিত সিরাজগঞ্জ-৩ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী ব্রিগেড়িয়ার জেনারেল প্রকৌশলী মো. নজরুল হাসান মানিক (অব:)। গত বছরের ফেব্রুয়ারি  থেকে চলতি সেপ্টেম্বর পর্যন্ত সময়ে তিনি এসব বৈঠকে যোগ দেন বলে জানা গেছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সারাদেশে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত ও নেতাকর্মীদের চাঙ্গা করতে উঠান বৈঠক নামের গণজমায়েতের নির্দেশনা দিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্দেশ অনুযায়ী সরকারের সাফল্যের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে সম্প্রতি সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গ) উপজেলার বিভিন্ন এলাকায় উঠান বৈঠক আয়োজন করতে দেখা গেছে। তবে এরই মধ্যে দুই শতাধিক উঠান বৈঠক করে নজির সৃষ্টি করেছেন সিরাজগঞ্জ-৩ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী ব্রিগেড়িয়ার জেনারেল প্রকৌশলী মো. নজরুল হাসান মানিক (অব:)।( রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) উপজেলার বিভিন্ন তৃণমূল নেতাকর্মীরা জানান, অনুষ্ঠিত উঠান বৈঠকের বদৌলতে এমপি মনোনয়ন প্রত্যাশী ব্রিগেড়িয়ার জেনারেল প্রকৌশলী মো. নজরুল হাসান মানিকের সাথে উপজেলার সাধারণ মানুষের সংযোগ ঘটিয়েছে দলের তৃণমূল নেতাকর্মীরা।

নিজেদের উঠানে এমপি মনোনয়ন প্রত্যাশীকে পেয়ে দল ও নিজেদের অভাব, অভিযোগ ও বিভিন্ন সমস্যা তুলে ধরেছেন। সেগুলোর যৌক্তিক সমাধানের আশ্বাস দিয়েছেন। এতে করে নির্বাচনের আগেই ভোটারদের দোড়গোড়ায় যাবার একটি সুযোগ পেয়েছেন ।(রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, উপজেলার ইউনিয়ন, ওয়ার্ড, পাড়া-মহল্লায় দলকে সুসংগঠিত করতে গত বছরের ফেব্রুয়ারি থেকে দুই শতাধিক উঠান বৈঠকে যোগ দেন এমপি মনোনয়ন প্রত্যাশী ব্রিগেড়িয়ার জেনারেল প্রকৌশলী মো. নজরুল হাসান মানিক (অব:)। এর মধ্যে কোন কোন এলাকায় একাধিক বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দুই শতাধিক উঠান বৈঠক করে রেকর্ড সৃষ্টি করেছেন নজরুল হাসান মানিক

আপডেট সময় : ১০:২০:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা: সিরাজগঞ্জের (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) নিয়ে গঠিত সিরাজগঞ্জ-৩ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী ব্রিগেড়িয়ার জেনারেল প্রকৌশলী মো. নজরুল হাসান মানিক (অব:)। গত বছরের ফেব্রুয়ারি  থেকে চলতি সেপ্টেম্বর পর্যন্ত সময়ে তিনি এসব বৈঠকে যোগ দেন বলে জানা গেছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সারাদেশে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত ও নেতাকর্মীদের চাঙ্গা করতে উঠান বৈঠক নামের গণজমায়েতের নির্দেশনা দিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্দেশ অনুযায়ী সরকারের সাফল্যের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে সম্প্রতি সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গ) উপজেলার বিভিন্ন এলাকায় উঠান বৈঠক আয়োজন করতে দেখা গেছে। তবে এরই মধ্যে দুই শতাধিক উঠান বৈঠক করে নজির সৃষ্টি করেছেন সিরাজগঞ্জ-৩ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী ব্রিগেড়িয়ার জেনারেল প্রকৌশলী মো. নজরুল হাসান মানিক (অব:)।( রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) উপজেলার বিভিন্ন তৃণমূল নেতাকর্মীরা জানান, অনুষ্ঠিত উঠান বৈঠকের বদৌলতে এমপি মনোনয়ন প্রত্যাশী ব্রিগেড়িয়ার জেনারেল প্রকৌশলী মো. নজরুল হাসান মানিকের সাথে উপজেলার সাধারণ মানুষের সংযোগ ঘটিয়েছে দলের তৃণমূল নেতাকর্মীরা।

নিজেদের উঠানে এমপি মনোনয়ন প্রত্যাশীকে পেয়ে দল ও নিজেদের অভাব, অভিযোগ ও বিভিন্ন সমস্যা তুলে ধরেছেন। সেগুলোর যৌক্তিক সমাধানের আশ্বাস দিয়েছেন। এতে করে নির্বাচনের আগেই ভোটারদের দোড়গোড়ায় যাবার একটি সুযোগ পেয়েছেন ।(রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, উপজেলার ইউনিয়ন, ওয়ার্ড, পাড়া-মহল্লায় দলকে সুসংগঠিত করতে গত বছরের ফেব্রুয়ারি থেকে দুই শতাধিক উঠান বৈঠকে যোগ দেন এমপি মনোনয়ন প্রত্যাশী ব্রিগেড়িয়ার জেনারেল প্রকৌশলী মো. নজরুল হাসান মানিক (অব:)। এর মধ্যে কোন কোন এলাকায় একাধিক বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।