সংবাদ শিরোনাম ::
সেনা কল্যাণ ভবনে আগুন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:১৭:০৫ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন লাগার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। সোমবার (১৮ সেপ্টেম্বর’) রাত ৮টা ৫৫ মিনিটে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আনোয়ারুল ইসলাম।’
তিনি বলেন, মতিঝিল সেনা কল্যাণ ভবনে রাত ৮টা ৫৫ মিনিটে আগুনের সংবাদ আসে। এমন খবরে চারটি ইউনিট পাঠানো হয়। প্রাথমিকভাবে জানা গেছে, ভানটির আট তলায় আগুন লেগেছে। তবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
আনোয়ারুল ইসলাম জানান, আগুনের খবর পাওয়ার পর রাত ৯টা ৯ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। বর্তমানে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
















