খাগড়াছড়িতে বিদেশি অবৈধ সিগারেটসহ আটক ১
- আপডেট সময় : ০৫:৪৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩ ৫৫ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি সংবাদদাতা: খাগড়াছড়ির পানছড়িতে বিদেশি সিগারেটসহ প্রিয়তম দেওয়ান (২৯) নামে চোরাকারবারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পানছড়ি থানা পুলিশ।
আটককৃত প্রিয়তম দেওয়ান উপজেলার ভাইবোন ছড়ার দেওয়ানপাড়া এলাকার রনধীর দেওয়ানের ছেলে।
পুলিশ সূত্রে জানাযায়, গতকাল মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সৈয়দ ছানাউল্লাহর নেতৃত্বে রাত্রীকালীন মোবাইল ডিউটি পরিচালনাকালে পানছড়ির কলোনীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে চোরাকারবারি চক্রের সদস্য প্রিয়তম দেওয়ানকে এক হাজার দুইশত প্যাকেট বিদেশী সিগারেট ও একটি অটো-রিক্সাসহ গ্রেফতার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য দুই লক্ষ ষোল হাজার টাকা।
খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত চোরাকারবারি চক্রের সদস্য প্রিয়তম দেওয়ানের বিরুদ্ধে বিধি মোতাবেক থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।











