শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে পথসভা করছেন আব্দুল লতিফ বিশ্বাস
- আপডেট সময় : ০৯:২০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩ ১০৮ বার পড়া হয়েছে

বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা: সিরাজগঞ্জের বেলকুচিতে সাবেক মন্ত্রী ও জেলা পরিষদ চেয়ারম্যান আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশি আব্দুল লতিফ বিশ্বাস শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে নির্বাচনী পথসভা করছেন।
বুধবার (২০ সেপ্টেম্বর) দিনব্যাপী বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সগুনা চৌরাস্তা, খামার উল্লাপাড়া, ধুকুরিয়াবেড়া আওয়ামী লীগ কার্যালয়, লক্ষ্মীপুর ও কলাগাছীতে বর্তমান সরকারের অভূতপূর্ব উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে নির্বাচনী পথসভা করেন। 
নির্বাচনী পথসভায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেন, শেখ হাসিনা সরকার উন্নয়নের রোল মডেল। জননেত্রী শেখ হাসিনা সরকার গ্রামকে শহর, রাস্তাঘাট, কমিউনিটি ক্লিনিক, বিভিন্ন ভাতা, পদ্মা সেতুসহ দেশের সার্বিক উন্নয়ন করেছেন। বাংলাদেশকে বিশ্বে দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচয় করিয়েছেন এবং সকলকে আবারও শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনার আহ্বান জানান। তিনি নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি লুৎফর রহমান মাখন, সাবেক ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক শাহাদৎ হোসেন, দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আশিকুর রহমান লাজুক বিশ্বাস,
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোপাল চন্দ্র প্রমানিক, সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক শামীমা আক্তারসহ ধুকুরিয়াবেড়া ইউনিয়ন ও ভাঙ্গাবাড়ী ইউনিয়নের আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।











