সিরাজগঞ্জে পথচারীদের নজর কাড়ছে চড়ুই পাখির ঝাঁক
- আপডেট সময় : ০৬:২৭:১১ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩ ৬৯ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ সংবাদদাতা: চড়ুই পাখির কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে আছে সিরাজগঞ্জ পৌর এলাকার মুজিব সড়কের ডিভাইডারের গাছগুলো। চড়ুই পাখির দল সারাদিন বাইরে খাদ্যের সন্ধানে বেরিয়ে গেলেও ঠিক পড়ন্ত বিকেলে আবার ফিরে আসে এই গাছগুলোতে। সড়কের ডিভাইডারের গাছগুলো যেন চড়ুই পাখির অভয়ারণ্যে পরিনত হয়েছে। যা নজর কাড়ছে পথচারী ও পাখিপ্রেমীদের। ইতিমধ্যে চড়ুই পাখিগুলো সংরক্ষণ ও বাসস্থানের জন্য গাছগুলোতে মাটির ব্যাংক ঝুলিয়ে দিয়েছেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন সহ তার সহযোগীরা। যা চড়ুই পাখির অভয়ারণ্যের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে।
সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন জানান, আমি ছোটবেলা থেকেই পাখিপ্রেমী একজন মানুষ। সিরাজগঞ্জে বিগত বানিজ্য মেলাগুলোতে আমার পাখির স্টলও ছিল। যখন দেখলাম বৃষ্টি আসলে মুজিব সড়কে চড়ুই পাখিগুলোর থাকার কোনো জায়গা নেই। তখন আমরা কয়েকজন মিলে চড়ুই পাখির বাসস্থানের জন্য কয়েকটি মাটির পাত্র লাগিয়ে দেই। চড়ুই পাখির ঝাঁক দেখতে আসা আশেক আহমেদ হৃদয় জানান, শহরে সচরাচর চড়ুই পাখি চোখে পড়ে না। কিন্তু মুজিব সড়কের এই গাছে চড়ুই পাখির ঝাঁক দেখে মুগ্ধ হচ্ছি।
আরেক পাখিপ্রমী শুভ শর্মা জানান, চড়ুই পাখির ঝাঁক পথচারীদের নজর কাড়ছে। অনেকেই ছবি তুলছেন। আবার অনেকে গম,চালও দিচ্ছেন। গ্রামে এসব পাখির দেখা পাওয়া গেলেও শহরে দেখা যায় না। তাই শহুরে মানুষের জন্য এটি অসাধারণ একটি দৃশ্য।
পথচারী উত্তম শর্মা জানান, ভোরে হাটতে বের হলে পাখির কিচিরমিচির শব্দে মন প্রফুল্ল হয়ে ওঠে। খুব ভালো লাগে। অনেকেই দেখতে আসে।
প্রাকৃতিক জীববৈচিত্র্যে চড়ুই পাখি ভূমিকা রাখে বলে জানান প্রানী বিশেষজ্ঞরা।











