কাউখালী বাজার থেকে আলু উধাও।
- আপডেট সময় : ০৫:০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩ ৪৮ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা: কাউখালী বাজার থেকে আলু উধাও। উপজেলার ছোট বড় কোন হাটবাজারে আলু পাওয়া যাচ্ছে না।
শুক্রবার সকালে কাউখালী হাটের দিনে ঘুরে দেখা গেছে কোন দোকানেই আলু নেই। প্রতিটি দোকানে জিজ্ঞাসা করলে বলে আলু আরও দুদিন আগেই শেষ হয়ে গেছে। বাজার করতে আসা ক্রেতারা আক্ষেপ করে বলেন,একশ্রেণীর অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে আলু সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য অধিক লাভের আশায় সাধারণ ক্রেতাদের জিম্মি করে বিক্রি করে ।
দক্ষিণ বাজারের খুচরা ব্যবসায়ী মহিদুল ইসলাম বলেন, বেশি দাম আলু ক্রয় করে সরকারি নির্ধারিত দামে আলু বিক্রয় করা আমাদের পক্ষে সম্ভব না।
এ ব্যাপারে আলু ব্যবসায়ী শাহিন হোসেন, অসীম কুন্ডু ও পলাশ সাহা বলেন, আমরা মোকাম থেকে প্রতি কেজি আলু ৩৯ টাকা ক্রয় করলে, মোকাম থেকে আমাদের ভাউচার দেয় প্রতি কেজি আলু ২৭ টাকা দরে। এবং সরকার নির্ধারিত প্রতি কেজি আলু ৩৫ থেকে ৩৬ টাকায় বিক্রি করার কথা বলা হয়েছে। এখন আমরা কিভাবে আলু ক্রয় বিক্রয় করব।
এ ব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, সরকার নির্ধারিত দামের চেয়ে কেহ কোন দ্রব্য বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে। এবং যদি কোন ব্যবসায়ী সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে বিক্রি করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে।
শুক্রবার হাটের দিনে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের আনার জন্য কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা, সহকারী কমিশনার (ভূমি’) মোঃ বায়েজিদুর রহমান ও কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাজার মনিটরিং করেন।











