সংবাদ শিরোনাম ::
শাহজাদপুরে আওয়ামীলীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে চাঁদাবাজি মামলা বেলকুচিতে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ জন আটক ৭ নভেম্বর না আসলে বাংলাদেশ বিলীন হয়ে যেত: বাউবি উপাচার্য বেলকুচির সেন ভাঙ্গাবাড়ী বাজার মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন “জয় বাংলা” স্লোগান দেওয়ায় সাবেক পিপি-কে গণপিটুনি, পুলিশে সোপর্দ উলিপুরে শিক্ষকদের বিরুদ্ধে ভোট কেন্দ্র মেরামতের টাকা আত্নসাতের অভিযোগ খাজা শাহ্ এনায়েতপুরী (রহ:) এর ১১০ তম ওরছ শরীফের দাওয়াত পত্র বিতরণ  রাজশাহীর মাঠে স্পীড স্কেটিংয়ে বগুড়ার স্কেটারদের ৩টি স্বর্ণপদক সহ ৮ পদক অর্জন এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষে আলোচনা সভা

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিকের জামিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২১:০০ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩ ২৪৭ বার পড়া হয়েছে

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার এক সাংবাদিকের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় একুশে পত্রিকার লোহাগাড়া প্রতিনিধি মোহাম্মদ আলাউদ্দিন এর জামিন মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিক আলাউদ্দিন আদালতে হাজির হয়ে আত্নসমর্পণের পর জামিন প্রার্থনা করলে চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জহিরুল ইসলাম জামিন মঞ্জুর করেন। এর আগে গত ১০ সেপ্টেম্বর তার বিরদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত৷

একুশে পত্রিকার সাংবাদিক আলাউদ্দিন এর পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট এএইচএম জিয়া উদ্দিন, অ্যাডভোকেট এহসানুল হক, অ্যাডভোকেট মো. এরফানুর রহমান, অ্যাডভোকেট রিদুয়ানুল করিম ও অ্যাডভোকেট জিনাত, অ্যাডভোকেট আব্বাস আলী খান, অ্যাডভোকেট দিদার ও অ্যাডভোকেট জাহেদসহ ডজনখানেক আইনজীবী।

সাংবাদিক মোহাম্মদ আলাউদ্দিন এর আইনজীবী অ্যাডভোকেট এএইচএম জিয়া উদ্দিন একুশে পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০২২ সালের ২৮ জুলাই সন্ধ্যায় কলাউজান ইউনিয়নের হিন্দুর হাটে ‘শাহপীর অয়েল এজেন্সি’ নামে একটি তেলের দোকানে সাংবাদিক পরিচয়ে চাঁদাদাবি করেন জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ কলিম উল্লাহ নামের দুই ভুয়া সাংবাদিক।

চাঁদাবাজির বিষয়টি এলাকায় জানাজানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় জনতা তাদের হাতেনাতে ধরে ফেলেন। পরে স্থানীয়দের প্রতিরোধের মুখে তারা ভবিষ্যতে আর চাঁদাবাজি করবেন না মর্মে মুচলেকা দেন এবং চাঁদাবাজির টাকা ফেরত দেন।

এ ঘটনার খবর পেয়ে এরশাদ হোসাইন ও আলাউদ্দিনসহ স্থানীয় সাংবাদিকেরা প্রতিবাদ করেন এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করেন।

এতে ক্ষিপ্ত হয়ে ২০২২ সালের ১৭ আগস্ট জাহাঙ্গীর আলম বাদী হয়ে এরশাদ হোসাইন ও আলাউদ্দিনের বিরুদ্ধে চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন।

পরে আদালত মামলাটি পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্ত করেন। মামলার তদন্ত শেষে এরশাদ হোসাইন হোসাইনকে অভিযোগপত্র থেকে বাদ দিয়ে আলাউদ্দিনের বিরুদ্ধে প্রতিবেদন জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন এর পুলিশ পরিদর্শক সিরাজুল মোস্তফা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিকের জামিন

আপডেট সময় : ০১:২১:০০ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার এক সাংবাদিকের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় একুশে পত্রিকার লোহাগাড়া প্রতিনিধি মোহাম্মদ আলাউদ্দিন এর জামিন মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিক আলাউদ্দিন আদালতে হাজির হয়ে আত্নসমর্পণের পর জামিন প্রার্থনা করলে চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জহিরুল ইসলাম জামিন মঞ্জুর করেন। এর আগে গত ১০ সেপ্টেম্বর তার বিরদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত৷

একুশে পত্রিকার সাংবাদিক আলাউদ্দিন এর পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট এএইচএম জিয়া উদ্দিন, অ্যাডভোকেট এহসানুল হক, অ্যাডভোকেট মো. এরফানুর রহমান, অ্যাডভোকেট রিদুয়ানুল করিম ও অ্যাডভোকেট জিনাত, অ্যাডভোকেট আব্বাস আলী খান, অ্যাডভোকেট দিদার ও অ্যাডভোকেট জাহেদসহ ডজনখানেক আইনজীবী।

সাংবাদিক মোহাম্মদ আলাউদ্দিন এর আইনজীবী অ্যাডভোকেট এএইচএম জিয়া উদ্দিন একুশে পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০২২ সালের ২৮ জুলাই সন্ধ্যায় কলাউজান ইউনিয়নের হিন্দুর হাটে ‘শাহপীর অয়েল এজেন্সি’ নামে একটি তেলের দোকানে সাংবাদিক পরিচয়ে চাঁদাদাবি করেন জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ কলিম উল্লাহ নামের দুই ভুয়া সাংবাদিক।

চাঁদাবাজির বিষয়টি এলাকায় জানাজানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় জনতা তাদের হাতেনাতে ধরে ফেলেন। পরে স্থানীয়দের প্রতিরোধের মুখে তারা ভবিষ্যতে আর চাঁদাবাজি করবেন না মর্মে মুচলেকা দেন এবং চাঁদাবাজির টাকা ফেরত দেন।

এ ঘটনার খবর পেয়ে এরশাদ হোসাইন ও আলাউদ্দিনসহ স্থানীয় সাংবাদিকেরা প্রতিবাদ করেন এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করেন।

এতে ক্ষিপ্ত হয়ে ২০২২ সালের ১৭ আগস্ট জাহাঙ্গীর আলম বাদী হয়ে এরশাদ হোসাইন ও আলাউদ্দিনের বিরুদ্ধে চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন।

পরে আদালত মামলাটি পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্ত করেন। মামলার তদন্ত শেষে এরশাদ হোসাইন হোসাইনকে অভিযোগপত্র থেকে বাদ দিয়ে আলাউদ্দিনের বিরুদ্ধে প্রতিবেদন জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন এর পুলিশ পরিদর্শক সিরাজুল মোস্তফা।