পাঁচ ঘটনার প্রেক্ষিতেই ভিসা নিষেধাজ্ঞা
- আপডেট সময় : ০৭:১০:১৩ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ ৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গতকাল সন্ধ্যায় মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের কতিপয় ব্যক্তির উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান। মার্কিন এই ভিসা নিষেধাজ্ঞা কার কার উপর আরোপ হয়েছে সে সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে বিভিন্ন সূত্র থেকে কিছু ব্যক্তির নাম জানা গেছে। তবে সেই সমস্ত ব্যক্তিরা আসলেই ভিসা নিষেধাজ্ঞার আওতায় এসেছেন কিনা তা নিয়ে এখন পর্যন্ত নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
বিভিন্ন কূটনৈতিক সূত্রগুলো বলছে যে পাঁচটি প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র এই ভিসানীতি প্রয়োগ করেছে। পাঁচটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এবং তার সঙ্গে সংশ্লিষ্টদের দায়-দায়িত্ব পরিমাপের প্রেক্ষিতেই এই ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগ করা হয়েছে’।
যে পাঁচটি ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্র বিবেচনায় নিয়েছে তার মধ্যে রয়েছে:
১। হিরো আলমের ঘটনা: ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে শেষ পর্যায়ে এসে হিরো আলমের উপর হামলা করা হয়। একটি শান্তিপূর্ণ নির্বাচনকে বাধা প্রদানের ঘটনা হিসেবে এটিকে বিবেচনা করা হচ্ছে। এই ঘটনার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র তার নিজস্ব উদ্যোগে তদন্ত করেছে এবং বিভিন্ন তথ্য উপাত্য সংগ্রহ করেছে’। আর এই তথ্যপাত্র সংগ্রহের ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র এই ঘটনার জন্য দায়ী কয়েকজন ব্যক্তির উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে জানা গেছে।
২। সুপ্রিম কোর্টের ঘটনা: সুপ্রিম কোর্টে সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটে যাওয়া ঘটনাবলি মার্কিন যুক্তরাষ্ট্র বিচার বিশ্লেষণ করেছে এবং এখানে পক্ষ বিপক্ষ অবস্থান এবং নানা রকম উস্কানিমূলক বক্তব্যকে তারা পর্যালোচনা করে দেখেছে।’ মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে বিচার বিভাগের স্বাধীনতা, গণতন্ত্রের অন্যতম পূর্বশর্ত এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ। আর এই কারণেই সুপ্রিম কোর্টে সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে কয়েকজনের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
৩। ড. ইউনূসের বিচার প্রক্রিয়া: ড. ইউনূসের বিচার প্রক্রিয়াকে মার্কিন যুক্তরাষ্ট্র বিচারিক হয়রানি বলে মনে করছে। আর এখানে যে সমস্ত ব্যক্তিরা বাড়াবাড়ি করছেন ক্ষমতার অপব্যবহার করছেন এবং বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছেন তাদেরকেও ভিসানীতির আওতায় আনা হয়েছে বলে একাধিক কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে। ড. ইউনূসের বিচার প্রক্রিয়ার সঙ্গে যারা বিভিন্ন ভাবে যুক্ত এদের কয়েকজন ভিসা নিষেধাজ্ঞার আওতায় এসেছেন বলে জানা গেছে’।
৪। বিরোধী দলের নেতাদের উপর হামলা: সাম্প্রতিক সময় বিরোধী দলের সমাবেশসহ বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচিতে আইন প্রয়োগকারী সংস্থা এবং ক্ষমতাশীল দলের যে সমস্ত হামলার ঘটনা ঘটেছে সেগুলো মার্কিন যুক্তরাষ্ট্র তার নিজস্ব উদ্যোগে পর্যালোচনা করেছে, বিচার বিশ্লেষণ করেছে এবং এই ঘটনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যাদের দায় রয়েছে এবং ক্ষমতাশীল রাজনৈতিক দলের যাদের ভূমিকা রয়েছে তাদেরকে ভিসা নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
৫। বিরোধী দলের মামলা এবং হামলা: বিরোধী দলের নেতাদের উপর বিভিন্ন ধরনের মামলা এবং হয়রানির ঘটনা ঘটেছে। এই নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে অন্তত দশটি অভিযোগ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে করা হয়েছে। এই সমস্ত অভিযোগের মধ্যে কয়েকটি পর্যালোচনা করা হয়েছে। কিছু কিছু মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য করা হয়েছে বলে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে। এই ধরনের ঘটনাবলির ফলে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে বলেও মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে। এর সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগ করা হয়েছে বলে।’
সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে যে এই পাঁচটি ঘটনার প্রেক্ষিতেই দশ থেকে বিশ জনের উপর প্রথম পর্যায়ের ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
















