অভ্যাস ছিল মানুষের লাইনে দাড়িয়ে ভোট দেয়ার : মিজান মালিক
- আপডেট সময় : ১২:২৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৫৩ বার পড়া হয়েছে

সম্পাদকীয়,
মানুষের অভ্যাস ছিল সকালের সোনারোদ গায়ে মেখে সবুজঘাস নিড়ানীর কাজে নেমে পড়ার।
অভ্যাস ছিল অসুখ হলে গ্রাম্য চিকিৎসকের কাছে ছুটে যাওয়ার।
অভ্যাস ছিল রাতে কিছু একটা মুখে দিয়ে শিশির ভেজা রাত মোড়ানো যাত্রাপালা কিংবা জারি সারি পালা গানের আসরে ছুটে যাওয়ার।
দেনদরবার শালিল বিচার হতো কে টু শব্দ করেছে
অভ্যাস ছিল শাসিয়ে দেওয়ার।
অভ্যাস ছিল মাইকিং করে জমজমাট খেলার আয়োজন সবাইকে জানিয়ে দেওয়ার।
অভ্যাস ছিল ধান কাটা খালি জমির ওপর ফুটবল খেলার।
অভ্যাস ছিল লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার।
অভ্যাস ছিল আঁধার রাতে শীষ বাজিয়ে বাড়ি ফেরার।
এমন সহস্র বাঙালিপনা মানুষকে মানুষের কাতারে আবদ্ধ করে রাখে।
মানুষ যেদিন থেকে অভ্যাস ত্যাগ করেছে
সেদিন থেকে তৈরি হলো মানুষ শুন্য মহাসড়ক।
অনভ্যস্ততায় এতো বড় সড়কে উঠার সাহস মানুষ পাচ্ছিল না। এক সময় অভ্যাস পাল্টাতে থাকে।
মানুষ সড়কের ওপর হাঁটাচলার পাশাপাশি দামি গাড়িতে ওঠার সুযোগ পেল।
এরপর ধীরে ধীরে নতুন নতুন সড়ক বানাতে অভ্যস্ত হয়ে উঠলো।
মসৃণ নরম সড়ক রেখে নাগরিক বৃক্ষের চাষাবাদ শুরু হলো।
মানুষ জমিজমা খাল বিল নদীর বালু খেতে শুরু করলো।
এক সময় কন্ঠস্বর বদলাতে থাকে।
ধীরে ধীরে মানুষ দিন এবং রাতকে এক বানিয়ে তার মাঝখানে বাড়িঘর নির্মাণ শুরু করলো।
ছোট বাড়িগুলো সুউচ্চ হতে হতে আকাশসীমা ঠেকে।
এখন মানুষ আকাশের কাছে অনুরোধ করে
হে আকাশ, তুমি আরেকটু উপরে কী উঠতে পারো না!
আমি যে আর নিঃশ্বাস নিতে পারছি না।
মিজান মালিক,লেখক,কবি ও সাংবাদিক।

















