সংবাদ শিরোনাম ::
শাহজাদপুরে আওয়ামীলীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে চাঁদাবাজি মামলা বেলকুচিতে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ জন আটক ৭ নভেম্বর না আসলে বাংলাদেশ বিলীন হয়ে যেত: বাউবি উপাচার্য বেলকুচির সেন ভাঙ্গাবাড়ী বাজার মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন “জয় বাংলা” স্লোগান দেওয়ায় সাবেক পিপি-কে গণপিটুনি, পুলিশে সোপর্দ উলিপুরে শিক্ষকদের বিরুদ্ধে ভোট কেন্দ্র মেরামতের টাকা আত্নসাতের অভিযোগ খাজা শাহ্ এনায়েতপুরী (রহ:) এর ১১০ তম ওরছ শরীফের দাওয়াত পত্র বিতরণ  রাজশাহীর মাঠে স্পীড স্কেটিংয়ে বগুড়ার স্কেটারদের ৩টি স্বর্ণপদক সহ ৮ পদক অর্জন এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষে আলোচনা সভা

রায়পুরায় কুখ্যাত সন্ত্রাসীরা পৌর ঠিকাদার ও সমাজসেবককে অর্তকিত হামলায় গুরুতর আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১২০ বার পড়া হয়েছে

 

শফিকুল ইসলাম, রায়পুরা প্রতিনিধি :

নরসিংদী রায়পুরা উপজেলার রায়পুরা পৌরসভার বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক রতন মিয়াকে কুখ্যাত সন্ত্রাসীরা অর্তকিত হামলায় ১।ফজলু মিয়া(৩৫), পিতা-সুরুজ মিয়া, ২।বজলু মিয়া ৩২), পিতা-সুরুজ মিয়া, ৩।সুরুজ মিয়া(৬০), পিতা-অজ্ঞাত, ৪।ইসমাইল মিয়া(২৮), পিতা-বারেক মিয়া, ৫।খালেক মিয়া(৪০), পিতা-অজ্ঞাত, ৬।কাউছার মিয়া(৩০), পিতা-অজ্ঞাত, সর্বসাং-শ্রীরামপুর দক্ষিণপাড়া অজ্ঞাতনামা ২০/২৫ জনদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে।

বিবাদীগণরা পেশায় একজন সিএনজি চালক। রায়পুরা পৌরসভায় সিএনজি, অটোরিক্সা ও বিভাটেক পার্কিংয়ের পৌরটেক্স আদায়ের বর্তমানে ইজারাদার হিসেবে নিয়োজিত আছে। পৌর বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক বিভিন্ন কাজে ব্যস্ত থাকার মাঝে মাঝে সুযোগমত রতন মিয়া(৪৫) পৌরসভায় সিএনজি, অটোরিক্সা ও বিভাটেক পার্কিংয়ের পৌর টেক্স আদায়ের দেখা-শুনা ও তদারকি করিয়া আসতাছে এবং টেক্স আদায়ের জন্য ফয়সাল(১৮)কে মাসিক বেতনে নিয়োগ করা হয়। ফয়সাল(১৮) প্রতিদিন সকাল ০৬ ঘটিকা হইতে রাত ০৮ ঘকা পর্যন্ত রায়পুরা পৌরসভাস্থ রায়পুরা বাজার বাসষ্ট্যান্ডে অবস্থান করিয়া গাড়ীর পৌর টেক্স আদায় করে। প্রতিদিনের ন্যায় ঘটনার দিন ইং-২৩/০৯/২০২৩ তারিখ রোজ শনিবার বিকাল অনুমান ০৩.৩০ ঘটিকার সময় ১নং বিবাদী ফজলু মিয়া তাহার সিএনজি গাড়ী চালাইয়া আসিয়া রায়পুরা বাজার বাসষ্ট্যান্ডে আসলে যথাযথভাবে ফয়সাল(১৮) বিবাদীকে গাড়ী পার্কিংয়ের টেক্স প্রদানের জন্য টোকেন/রিসিট দিলে বিবাদী টেক্স না দিয়া কথা কাটাকাটি করিতে থাকে। কথা কাটাকাটির এক পর্যায়ে বিবাদী ফজলু মিয়া ফয়সালকে অকথ্য ভাষায় গালমন্দ করিতে থাকে। তৎক্ষনাৎ ফয়সাল মোবাইল ফোনে পৌর বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক রতন মিয়া(৪৫)কে বিষয়টি অবগত করলে পৌর বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক রতন মিয়া কি হয়েছে দেখার জন্য ঘটনাস্থলে গিয়ে বিবাদী ফজলু মিয়াকে কারণ জিজ্ঞাসা করায় একইভাবে বিবাদী ফজলু মিয়া পৌর বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক রতন মিয়াকে খারাপ ভাষায় গালিগালাজ করিতে থাকে। এক পর্যায়ে তাহাদের মধ্যে কথা কাটাকাটি নিয়া তর্ক-বিতর্ক চলাবস্থায় ১নং বিবাদী ফজলু মিয়ার সংবাদ মূলে ২নং হইতে ৬নং বিবাদী সহ ২০/২৫ জন অজ্ঞাতনামা বিবাদীরা ধারালো দা, চাপাতি, লোহার রড, হকিষ্টিক, লাঠি-সোঠা ইত্যাদি দেশীয় অস্ত্র-শস্ত্র সহকারে আসিয়ে একইভাবে পৌর বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক রতন মিয়ার সাথে ঝগড়ায় লিপ্ত হয়। উক্ত সময় ২নং বিবাদী বজলু মিয়া হুকুম করে যে “শালারে মাইরা হের টেক্স আদায় করার স্বাদ মিটাইয়া দে” বলিলে ১নং বিবাদী ফজলু মিয়া তাহার সিএনজি গাড়ী হইতে লোহার হাতুরী নিয়ে পৌর বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক রতন মিয়াকে হত্যার উদ্দেশ্যে মাথার বাম পাশে স্বজোরে বারি মেরে গুরুত্বর হাড়ভাঙ্গা ও রক্তাক্ত জখম করে। ২নং বিবাদী বজলু মিয়া তাহার হাতে থাকা লোহার রড দিয়ে জখমী পৌর বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক রতন মিয়ার বাম হাতের দর্গনাতে বারি মারিয়া গুরুত্বর জখম করে। ৪নং বিবাদী ইসমাইল মিয়া তাহার হাতে থাকা লোহার রড দিয়া হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ করিয়া বারি মারিলে উক্ত বারি পৌর বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক রতন মিয়ার ডান হাত দিয়ে ফিরাইলে ডান হাতের বাহুতে লাগিয়ে গুরুত্বর হাড়ভাঙ্গা জখম হয়। আমার ভাই গুরুত্বর জখম প্রাপ্ত হইয়া মাটিতে পরিয়া গেলে ৩নং বিবাদী সুরুজ মিয়া, ৫নং বিবাদী খালেক মিয়া, ৬নং বিবাদী কাউছার মিয়া সহ অজ্ঞাতনামা ২০/২৫ জন বিবাদীরা একত্রে পৌর বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক রতন মিয়ার সমস্ত শরীরে এলোপাথারী বাইরাইয়া মারাত্নক নীলাফুলা সহ বেদনা দায়ক জখম করে। ১নং বিবাদী ফজলু মিয়া পৌর বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক রতন মিয়া জখমী পরিহিত প্যান্টের পকেটে থাকা ১,৩৫,০০০/-(এক লক্ষ পয়ত্রিশ হাজার) টাকা এবং ২নং বিবাদী বজলু মিয়া একটি এন্ড্রয়েড স্মার্টফোন, মূল্য অনুমান-২০,০০০/-(বিশ হাজার) টাকা নিয়া যায়। পৌর বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক রতন মিয়া আত্নরক্ষার্থে ডাক-চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন আসে বিবাদীরা পৌর বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক রতন মিয়াকে এইবারের মত প্রাণ ভিক্ষা দিয়া হুমকি প্রদান করে যে, এই ঘটনা নিয়ে থানা পুলিশের সহায়তা নিলে পরবর্তীতে সময় ও সুযোগমত পাইলে খুন করে লাশ গুম করে দিবে মর্মে ভয়ভীতি প্রদর্শন করে।রায়পুরা পৌরসভার বাজারের লোকজনদের ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পৌর বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক রতন মিয়াকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। পৌর বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক রতন মিয়া শারীরিক অবস্থা আশংকা জনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত ডাক্তার পৌর বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক রতন মিয়াকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল, নরসিংদীতে রেফার্ড করেন।পৌর বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক রতন মিয়া বর্তমানে উক্ত হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এ বিষয়ে রায়পুরা থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান বলেন,উক্ত অর্তকিত হামলায় গুরুতর আহতের একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তা দ্রুত সমাধান করার লক্ষ্যে সুষ্ঠু তদন্তে মাধ্যমে আইনগত প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করিব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রায়পুরায় কুখ্যাত সন্ত্রাসীরা পৌর ঠিকাদার ও সমাজসেবককে অর্তকিত হামলায় গুরুতর আহত

আপডেট সময় : ১২:১৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

 

শফিকুল ইসলাম, রায়পুরা প্রতিনিধি :

নরসিংদী রায়পুরা উপজেলার রায়পুরা পৌরসভার বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক রতন মিয়াকে কুখ্যাত সন্ত্রাসীরা অর্তকিত হামলায় ১।ফজলু মিয়া(৩৫), পিতা-সুরুজ মিয়া, ২।বজলু মিয়া ৩২), পিতা-সুরুজ মিয়া, ৩।সুরুজ মিয়া(৬০), পিতা-অজ্ঞাত, ৪।ইসমাইল মিয়া(২৮), পিতা-বারেক মিয়া, ৫।খালেক মিয়া(৪০), পিতা-অজ্ঞাত, ৬।কাউছার মিয়া(৩০), পিতা-অজ্ঞাত, সর্বসাং-শ্রীরামপুর দক্ষিণপাড়া অজ্ঞাতনামা ২০/২৫ জনদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে।

বিবাদীগণরা পেশায় একজন সিএনজি চালক। রায়পুরা পৌরসভায় সিএনজি, অটোরিক্সা ও বিভাটেক পার্কিংয়ের পৌরটেক্স আদায়ের বর্তমানে ইজারাদার হিসেবে নিয়োজিত আছে। পৌর বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক বিভিন্ন কাজে ব্যস্ত থাকার মাঝে মাঝে সুযোগমত রতন মিয়া(৪৫) পৌরসভায় সিএনজি, অটোরিক্সা ও বিভাটেক পার্কিংয়ের পৌর টেক্স আদায়ের দেখা-শুনা ও তদারকি করিয়া আসতাছে এবং টেক্স আদায়ের জন্য ফয়সাল(১৮)কে মাসিক বেতনে নিয়োগ করা হয়। ফয়সাল(১৮) প্রতিদিন সকাল ০৬ ঘটিকা হইতে রাত ০৮ ঘকা পর্যন্ত রায়পুরা পৌরসভাস্থ রায়পুরা বাজার বাসষ্ট্যান্ডে অবস্থান করিয়া গাড়ীর পৌর টেক্স আদায় করে। প্রতিদিনের ন্যায় ঘটনার দিন ইং-২৩/০৯/২০২৩ তারিখ রোজ শনিবার বিকাল অনুমান ০৩.৩০ ঘটিকার সময় ১নং বিবাদী ফজলু মিয়া তাহার সিএনজি গাড়ী চালাইয়া আসিয়া রায়পুরা বাজার বাসষ্ট্যান্ডে আসলে যথাযথভাবে ফয়সাল(১৮) বিবাদীকে গাড়ী পার্কিংয়ের টেক্স প্রদানের জন্য টোকেন/রিসিট দিলে বিবাদী টেক্স না দিয়া কথা কাটাকাটি করিতে থাকে। কথা কাটাকাটির এক পর্যায়ে বিবাদী ফজলু মিয়া ফয়সালকে অকথ্য ভাষায় গালমন্দ করিতে থাকে। তৎক্ষনাৎ ফয়সাল মোবাইল ফোনে পৌর বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক রতন মিয়া(৪৫)কে বিষয়টি অবগত করলে পৌর বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক রতন মিয়া কি হয়েছে দেখার জন্য ঘটনাস্থলে গিয়ে বিবাদী ফজলু মিয়াকে কারণ জিজ্ঞাসা করায় একইভাবে বিবাদী ফজলু মিয়া পৌর বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক রতন মিয়াকে খারাপ ভাষায় গালিগালাজ করিতে থাকে। এক পর্যায়ে তাহাদের মধ্যে কথা কাটাকাটি নিয়া তর্ক-বিতর্ক চলাবস্থায় ১নং বিবাদী ফজলু মিয়ার সংবাদ মূলে ২নং হইতে ৬নং বিবাদী সহ ২০/২৫ জন অজ্ঞাতনামা বিবাদীরা ধারালো দা, চাপাতি, লোহার রড, হকিষ্টিক, লাঠি-সোঠা ইত্যাদি দেশীয় অস্ত্র-শস্ত্র সহকারে আসিয়ে একইভাবে পৌর বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক রতন মিয়ার সাথে ঝগড়ায় লিপ্ত হয়। উক্ত সময় ২নং বিবাদী বজলু মিয়া হুকুম করে যে “শালারে মাইরা হের টেক্স আদায় করার স্বাদ মিটাইয়া দে” বলিলে ১নং বিবাদী ফজলু মিয়া তাহার সিএনজি গাড়ী হইতে লোহার হাতুরী নিয়ে পৌর বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক রতন মিয়াকে হত্যার উদ্দেশ্যে মাথার বাম পাশে স্বজোরে বারি মেরে গুরুত্বর হাড়ভাঙ্গা ও রক্তাক্ত জখম করে। ২নং বিবাদী বজলু মিয়া তাহার হাতে থাকা লোহার রড দিয়ে জখমী পৌর বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক রতন মিয়ার বাম হাতের দর্গনাতে বারি মারিয়া গুরুত্বর জখম করে। ৪নং বিবাদী ইসমাইল মিয়া তাহার হাতে থাকা লোহার রড দিয়া হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ করিয়া বারি মারিলে উক্ত বারি পৌর বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক রতন মিয়ার ডান হাত দিয়ে ফিরাইলে ডান হাতের বাহুতে লাগিয়ে গুরুত্বর হাড়ভাঙ্গা জখম হয়। আমার ভাই গুরুত্বর জখম প্রাপ্ত হইয়া মাটিতে পরিয়া গেলে ৩নং বিবাদী সুরুজ মিয়া, ৫নং বিবাদী খালেক মিয়া, ৬নং বিবাদী কাউছার মিয়া সহ অজ্ঞাতনামা ২০/২৫ জন বিবাদীরা একত্রে পৌর বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক রতন মিয়ার সমস্ত শরীরে এলোপাথারী বাইরাইয়া মারাত্নক নীলাফুলা সহ বেদনা দায়ক জখম করে। ১নং বিবাদী ফজলু মিয়া পৌর বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক রতন মিয়া জখমী পরিহিত প্যান্টের পকেটে থাকা ১,৩৫,০০০/-(এক লক্ষ পয়ত্রিশ হাজার) টাকা এবং ২নং বিবাদী বজলু মিয়া একটি এন্ড্রয়েড স্মার্টফোন, মূল্য অনুমান-২০,০০০/-(বিশ হাজার) টাকা নিয়া যায়। পৌর বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক রতন মিয়া আত্নরক্ষার্থে ডাক-চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন আসে বিবাদীরা পৌর বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক রতন মিয়াকে এইবারের মত প্রাণ ভিক্ষা দিয়া হুমকি প্রদান করে যে, এই ঘটনা নিয়ে থানা পুলিশের সহায়তা নিলে পরবর্তীতে সময় ও সুযোগমত পাইলে খুন করে লাশ গুম করে দিবে মর্মে ভয়ভীতি প্রদর্শন করে।রায়পুরা পৌরসভার বাজারের লোকজনদের ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পৌর বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক রতন মিয়াকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। পৌর বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক রতন মিয়া শারীরিক অবস্থা আশংকা জনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত ডাক্তার পৌর বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক রতন মিয়াকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল, নরসিংদীতে রেফার্ড করেন।পৌর বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক রতন মিয়া বর্তমানে উক্ত হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এ বিষয়ে রায়পুরা থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান বলেন,উক্ত অর্তকিত হামলায় গুরুতর আহতের একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তা দ্রুত সমাধান করার লক্ষ্যে সুষ্ঠু তদন্তে মাধ্যমে আইনগত প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করিব।