সংবাদ শিরোনাম ::
ভবের বাজার : লুৎফর রহমান হিমেল
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৩৩:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১১২ বার পড়া হয়েছে

ভবের বাজার
লুৎফর রহমান হিমেল
গোটা বাজার ভিড়ে ঠাসা মানুষ। পা ফেলবার জো’টি নেই!
সাতশ কোটি মানুষের বাজার! কেউ ক্রেতা। কেউ বিক্রেতা।
হন্যে হয়ে পণ্য খোঁজায় ব্যস্ত ক্রেতা। বিক্রেতারাও ছুটছে
ক্রেতার সন্ধ্যানে। এতটুকু স্বস্তি নেই কারো। ক্রেতারা
ক্লান্ত কিনতে না পেরে। বিক্রেতারাও ক্লান্ত বেচতে
না পেরে। সময় গড়ায়। সকাল থেকে দুপুর, দুপুর
থেকে এক সময় সন্ধ্যা ঘনিয়ে আসে। ক্রেতার
কেনা হয়নি কিছুই, বিক্রেতারও দশা তথৈবচ!
এরইমধ্যে মাইকে ঘোষণা আসে, ‘প্রিয়
ক্রেতাবৃন্দ, এই বাজারে সুখ বিক্রি
হয় না। আর বিক্রেতাবৃন্দকেও
জানানো যাচ্ছে যে, এখানে
দুঃখও বিক্রি করা যায় না।
বাজার বন্ধ হয়ে যাবে
শিগগিরই। অযথা
ঘুরাঘুরি না করে
যার যার আপন
নিবাসে ফিরে
যান।
লেখক: সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট, কলাবাগান, শনিবার ৮ আশ্বিন ১৪৩০
২৩ সেপ্টেম্বর ২০২৩
০৭ রবিউল আউয়াল ১৪৪৫











