তাড়াশে বিধবা ভাতার কার্ড যাচাই বাছাইয়ে প্রত্যয়ন পত্র নিতে ১০০ টাকা
- আপডেট সময় : ০৬:২৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ ৪৪ বার পড়া হয়েছে

তাড়াশ ( সিরাজগঞ্জ) সংবাদদাতা: সিরাজগঞ্জের তাড়াশে বিধবা ভাতার কার্ড যাচাই বাছাইয়ে প্রত্যয়নপত্র নিতে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে ইউপি সদস্যদের বিরুদ্ধে।
কার্ড বিতরণ কালে ভাতা ভোগীদের কাছ থেকে কার্ড প্রতি ১০০ টাকা করে আদায় করা হয়েছে বলে ভাতা ভোগীরা জানিয়েছেন ।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উপজেলার তালম ইউনিয়ন পরিষদে।
তবে ইউপি চেয়ারম্যান মো. আব্দুল খালেখ বলেন, প্রথম দিকে দুই একজন ইউপি সদস্য টাকা নিলেও তা তাৎক্ষণিক বন্ধ করে দেয়া হয়েছে।
অভিযোগে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে উপজেলার তালম ইউনিয়ন পরিষদ চত্বরে তাড়াশ উপজেলা সমাজ সেবা কার্যালয় থেকে ইউনিয়নের সমস্ত ভাতা ভোগী বিধবাদের বিধবা কার্ড যাচাই বাছাই কার্যক্রম চলছিল। যাচাই বাছাই চলকালে ভাতা ভোগীদের স্বামী নিগৃহীতা ভাতার প্রত্যয়ন পত্র দেয়ার নাম করে ওই ইউনিয়নের ইউপি সদস্য আরিফুল ইসলাম, নাজির উদ্দিন, মোছা. ছালমা খাতুন, মোকলেস ও আব্দুল হামিদ প্রতিজন ভাতা ভোগীদের নিকট থেকে ১০০ টাকা করে আদায় করেন’। 
এ ব্যাপারে ইউপি সদস্যরা বলেন, তাদের কাছ থেকে ফটোকপি বাবদ তিন টাকা করে নেয়া হয়েছে।
বিধবা ভাতার কার্ড যাচাই বাছাই করতে অাসা তাড়াশ সমাজ সেবা অফিসের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা টাকা নেওয়ার বিষয়ে কিছু জানে না বলে জানিয়েছেন।
এ প্রসঙ্গে তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল খালেখ বলেন, স্বামী নিগৃহীতা ভাতার প্রত্যয়ন পত্র নিতে কোন টাকা নেয়া হয় না। আমার অজান্তে কেউ নিতে পারে। তবে কেউ নিলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।











