কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কোষাধ্যক্ষকে মারপিটের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ১০:১২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ ৯২ বার পড়া হয়েছে

কাজিপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাব রক্ষকের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স ও কর্মচারীবৃন্দ। গত রবিবার মানববন্ধন থেকে তারা নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। গত মঙ্গলবার এ বিষয়ে সাংবাদিকদের সাথে আবারো কথা বলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুল। মানববন্ধনে অংশ নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোমেনা পারভিন পারুল জানান, সরকারি চাকুরীজীবিদের উপর হামলা কোনো ভাবেই কাম্য নয়। অভিযোগ থাকলে তার প্রতিকার রয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, যারা হামলাকারী তারা চিহ্নিত। অপরাধ থাকলে তার বিচারও আছে। কিন্তু এভাবে একজন সরকারি চাকুরীজীবির উপর হামলা কোনোভাবেই কাম্য নয়। জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি’।
উল্লেখ্য গত ১৩ সেপ্টেম্বর রাতে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক এসএম আলমগীর হোসেনকে রাস্তায় একা পেয়ে দুষ্কৃতকারিরা আক্রমণ করে। ওইদিনই কাজিপুর থানায় ৫ জন উল্লেখসহ এবং অজ্ঞাত ৫/৬ জনের নামে মামলা দায়ের মারপিটের শিকার আলমগীর হোসেন। এতে নামীয় আসামী হলো আলমপুর গ্ৰামের মৃত বেলায়েত হোসেনের পুত্র আল আমিন হোসেন হিটলার (৪০) ও রুহুল আমিন মিল্টন(৪৫), সাজনের পুত্র ইমনসহ(২০) , মেঘাই গ্ৰামের ফারুক হোসেন(৪০)। এতে আলমগীর হোসেন বুকে এবং মাথায় মারাত্মক আঘাত পান। আহতের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ সময় ভুক্তভোগীর পকেটে থাকা নগদ টাকা ও স্বর্ণের চেইন খোয়া যায়। অভিযুক্তরা হাসপাতালে সেবা প্রদানে বিলম্বের অভিযোগ এনে ডাক্তার ও স্টাফদের সাথে দুর্ব্যবহার করে। চলে যাবার সময় তারা প্রাণনাশের হুমকি দেয় বলে মামলায় উল্রেখ করা হয়।











