বগুড়ায় বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির জেলা শাখার মতবিনিময় ও সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:২৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩ ১১৬ বার পড়া হয়েছে

বগুড়া সংবাদদাতা: বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি বগুড়া জেলা শাখার মতবিনিময় ও সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার সকাল ৯ টায় সেঞ্চুরি মোটেলে জেলা শাখার সভাপতি জি.সি দেবনাথ এর সভাপতিত্বে এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাধীনতা চিকিৎসা পরিষদ বগুড়ার সভাপতি ডাঃ সামির হোসেন মিশু।’
প্রধান অতিথির বক্তব্যে তিনি, পল্লী চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনে আরো দক্ষ করে গড়ে তুলতে এ ধরনের সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার দেবাশীষ কুমার গুপ্ত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ সবুজ আলী , কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডাঃ মোহাম্মদ আক্কাস আলী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাক্তার আব্দুস সালাম।’
অন্যান্য মধ্যে আরও উপস্থিত ছিলেন এসিআই ফার্মা লিমিটেডের ডিভিশনাল মার্কেটিং ম্যানেজার আব্দুস সোবাহান, রিজিওনাল মার্কেটিং ম্যানেজার আবুল কালাম আজাদ। পল্লী চিকিৎসক খলিলুর রহমান, খাজা ময়েন, রেজাউল করিম, আব্দুল হালিম, শাহনাজ আখতার, রকেট, আমজাদ, আবু সাঈদ, খাদিম, আলহাজ্ব আশরাফ আলী প্রমূখ্য।











