সংবাদ শিরোনাম ::
শাহজাদপুরে আওয়ামীলীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে চাঁদাবাজি মামলা বেলকুচিতে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ জন আটক ৭ নভেম্বর না আসলে বাংলাদেশ বিলীন হয়ে যেত: বাউবি উপাচার্য বেলকুচির সেন ভাঙ্গাবাড়ী বাজার মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন “জয় বাংলা” স্লোগান দেওয়ায় সাবেক পিপি-কে গণপিটুনি, পুলিশে সোপর্দ উলিপুরে শিক্ষকদের বিরুদ্ধে ভোট কেন্দ্র মেরামতের টাকা আত্নসাতের অভিযোগ খাজা শাহ্ এনায়েতপুরী (রহ:) এর ১১০ তম ওরছ শরীফের দাওয়াত পত্র বিতরণ  রাজশাহীর মাঠে স্পীড স্কেটিংয়ে বগুড়ার স্কেটারদের ৩টি স্বর্ণপদক সহ ৮ পদক অর্জন এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষে আলোচনা সভা

রাজশাহী মহানগরীতে ছিনতাইকারী চক্রের ৯ সদস্য গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩ ৯৮ বার পড়া হয়েছে

রাজশাহী সংবাদদাতা: রাজশাহী মহানগরীতে সংঘবদ্ধ ছিনতাইকারী ও অপহরণ করে মুক্তিপণ আদায় চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে আরএমপি’র শাহ্‌মখদুম থানা পুলিশ। এসময় আসামিদের কাছ থেকে ছিনতাইকৃত একটি স্মার্ট ওয়াচ উদ্ধার হয় ও ছিনতাইয়ে ব্যবহৃত একটি চাকু জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন আনফোর রহমান পাপ্পু (২১), এসএম সাজেদুর রহমান সৈকত (২০), মীর ওয়াসিউজ্জামান ওয়াসিম (২০), হাবিব (২৪), মাহফুজুর রহমান আলভী (২৪), মাসুদ রানা মিম (২৩), শিমুল (২২), সাব্বির হোসেন সুবাস (২৬), তন্ময় ইসলাম সজিব (২৭)।

জানা যায়, ভিকটিম জাহিদ হাসান জুয়েল (২১) বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র । সে গত ১২ সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয় হতে মেসে যাবার সময় তার পূর্ব পরিচিত আসামি পাপ্পু তাকে ফোন করে চা খাবার জন্য শাহমখদুম থানার বড়বনগ্রাম শেখপাড়ার একটি চায়ের দোকানে ডাকে। জুয়েল সেখানে গেলে দূরে কোথাও গিয়ে আরও কিছু খাওয়ার কথা বলে আসামিরা তাকে ওয়াসিমের মোটরসাইকেলে উঠিয়ে এবং অন্যরা অটোরিক্সা যোগে বিভিন্ন দিকে ঘুরাঘুরি করতে থাকে। একপর্যায়ে তারা বালিয়াপুকুরের ভিতরের রাস্তার দিকে যেতে থাকলে জুয়েল বাধা দেয়। সে আর যেতে চায়না। তখন আসামিরা জুয়েলকে চাকুর ভয় দেখিয়ে জোর করে একটি আম বাগানের ভিতরে নিয়ে যায়। সেখানে তারা সবাই মিলে জুয়েলকে এলোপাথাড়ি কিল ঘুষি, চড় থাপ্পড় মারে এবং জখম করে। এসময় আসামিরা জুয়েলের কাছে থাকা ৬ হাজার টাকা, একটি এয়ার হেডফোন, ২টি স্মার্ট ওয়াচ ও একট মোবাইল ফোন কেড়ে নেয়। এছাড়াও জুয়েলকে ভয় দেখিয়ে তার বিকাশ নম্বরে থাকা ৬ হাজার ৪শত টাকা সেন্ডমানি করে নেয় এবং আরও ২০ হাজার টাকা চাঁদা দাবী করে। ভিকটিম জুয়েল তাঁর দুলাভাইকে অবগত করলে তাঁর দুলাভাই তাৎক্ষণিক ৫ হাজার টাকা আসামিদের মোবাইলে বিকাশ করে পাঠান।আসামিরা বিষয়টি কাউকে না জানানোর জন্য দুলাভাই জাহিদকে ভয়-ভীতি দেখায়। কাউকে জানালে আবারো জুয়েলকে তুলে নিয়ে যাওয়ারও হুমকি দেয়। ভিকটিম জুয়েল এ সংক্রান্তে শাহ্‌মখদুম থানায় অভিযোগ করেন।

ভিকটিম জাহিদ হাসান জুয়েলের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে শাহ্‌মখদুম বিভাগের উপ-পুলিশ কমিশনার নুর আলম সিদ্দিকীর নির্দেশে এসআই আব্দুল মতিন ও তার টিম আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করেন।

পরবর্তীতে শাহ্‌মখদুম থানা পুলিশের ঐ টিম গত ২৭ সেপ্টেম্বর ২০২৩ সকাল ৯ টা ৫৫ হতে বেলা ১২ টা ১০ এ পর্যন্ত রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা ও বোয়ালিয়া থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামিদের নিজ নিজ বাড়ি হতে গ্রেফতার করে। এসময় আসামি হাবিবের কাছ থেকে ছিনতাইকৃত একটি স্মার্ট ওয়াচ উদ্ধার হয় ও আসামি ওয়াসিমের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি চাকু জব্দ করা হয়। মামলার অন্যান্য আলামত উদ্ধারের চেষ্টা অব্যহত রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সংঘবদ্ধ ছিনতাই ও অপহরণ করে মুক্তিপণ আদায় চক্রের সক্রিয় সদস্য। আসামিরা মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও মারামারির ঘটনার সাথে জড়িত।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে শাহ্‌মখদুম থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহী মহানগরীতে ছিনতাইকারী চক্রের ৯ সদস্য গ্রেফতার

আপডেট সময় : ০৩:৫১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

রাজশাহী সংবাদদাতা: রাজশাহী মহানগরীতে সংঘবদ্ধ ছিনতাইকারী ও অপহরণ করে মুক্তিপণ আদায় চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে আরএমপি’র শাহ্‌মখদুম থানা পুলিশ। এসময় আসামিদের কাছ থেকে ছিনতাইকৃত একটি স্মার্ট ওয়াচ উদ্ধার হয় ও ছিনতাইয়ে ব্যবহৃত একটি চাকু জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন আনফোর রহমান পাপ্পু (২১), এসএম সাজেদুর রহমান সৈকত (২০), মীর ওয়াসিউজ্জামান ওয়াসিম (২০), হাবিব (২৪), মাহফুজুর রহমান আলভী (২৪), মাসুদ রানা মিম (২৩), শিমুল (২২), সাব্বির হোসেন সুবাস (২৬), তন্ময় ইসলাম সজিব (২৭)।

জানা যায়, ভিকটিম জাহিদ হাসান জুয়েল (২১) বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র । সে গত ১২ সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয় হতে মেসে যাবার সময় তার পূর্ব পরিচিত আসামি পাপ্পু তাকে ফোন করে চা খাবার জন্য শাহমখদুম থানার বড়বনগ্রাম শেখপাড়ার একটি চায়ের দোকানে ডাকে। জুয়েল সেখানে গেলে দূরে কোথাও গিয়ে আরও কিছু খাওয়ার কথা বলে আসামিরা তাকে ওয়াসিমের মোটরসাইকেলে উঠিয়ে এবং অন্যরা অটোরিক্সা যোগে বিভিন্ন দিকে ঘুরাঘুরি করতে থাকে। একপর্যায়ে তারা বালিয়াপুকুরের ভিতরের রাস্তার দিকে যেতে থাকলে জুয়েল বাধা দেয়। সে আর যেতে চায়না। তখন আসামিরা জুয়েলকে চাকুর ভয় দেখিয়ে জোর করে একটি আম বাগানের ভিতরে নিয়ে যায়। সেখানে তারা সবাই মিলে জুয়েলকে এলোপাথাড়ি কিল ঘুষি, চড় থাপ্পড় মারে এবং জখম করে। এসময় আসামিরা জুয়েলের কাছে থাকা ৬ হাজার টাকা, একটি এয়ার হেডফোন, ২টি স্মার্ট ওয়াচ ও একট মোবাইল ফোন কেড়ে নেয়। এছাড়াও জুয়েলকে ভয় দেখিয়ে তার বিকাশ নম্বরে থাকা ৬ হাজার ৪শত টাকা সেন্ডমানি করে নেয় এবং আরও ২০ হাজার টাকা চাঁদা দাবী করে। ভিকটিম জুয়েল তাঁর দুলাভাইকে অবগত করলে তাঁর দুলাভাই তাৎক্ষণিক ৫ হাজার টাকা আসামিদের মোবাইলে বিকাশ করে পাঠান।আসামিরা বিষয়টি কাউকে না জানানোর জন্য দুলাভাই জাহিদকে ভয়-ভীতি দেখায়। কাউকে জানালে আবারো জুয়েলকে তুলে নিয়ে যাওয়ারও হুমকি দেয়। ভিকটিম জুয়েল এ সংক্রান্তে শাহ্‌মখদুম থানায় অভিযোগ করেন।

ভিকটিম জাহিদ হাসান জুয়েলের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে শাহ্‌মখদুম বিভাগের উপ-পুলিশ কমিশনার নুর আলম সিদ্দিকীর নির্দেশে এসআই আব্দুল মতিন ও তার টিম আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করেন।

পরবর্তীতে শাহ্‌মখদুম থানা পুলিশের ঐ টিম গত ২৭ সেপ্টেম্বর ২০২৩ সকাল ৯ টা ৫৫ হতে বেলা ১২ টা ১০ এ পর্যন্ত রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা ও বোয়ালিয়া থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামিদের নিজ নিজ বাড়ি হতে গ্রেফতার করে। এসময় আসামি হাবিবের কাছ থেকে ছিনতাইকৃত একটি স্মার্ট ওয়াচ উদ্ধার হয় ও আসামি ওয়াসিমের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি চাকু জব্দ করা হয়। মামলার অন্যান্য আলামত উদ্ধারের চেষ্টা অব্যহত রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সংঘবদ্ধ ছিনতাই ও অপহরণ করে মুক্তিপণ আদায় চক্রের সক্রিয় সদস্য। আসামিরা মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও মারামারির ঘটনার সাথে জড়িত।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে শাহ্‌মখদুম থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।