এ অক্টোর মাস হচ্ছে এই অনির্বাচিত সরকারের শেষ মাস: মিনু
- আপডেট সময় : ০৮:৫৭:১১ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩ ৪৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: এ অক্টোর মাস হচ্ছে এই অনির্বাচিত সরকারের শেষ মাস। এই মাসেই সরকারের পতন ঘটানো হবে। এই মাসের তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন। চিকিৎসার জন্য বাহিরে যাবেন। সেইসাথে গণতন্ত্র মুক্তি পাবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।
তিনি আজ বিকেলে মহানগরীর বাটারমোড় এলাকায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক ফরমায়েশী রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক রাজশাহী সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। এসময় জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ^নাথ সরকার, মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা ও সদস্য সচিব মামুন অর রশিদ মামুন বক্তব্য রাখেন।











