বিএনপি পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়-শাহীন আহমেদ
- আপডেট সময় : ১১:১২:২৫ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩ ৫৯১ বার পড়া হয়েছে

সোলায়মান সুমন,কেরাণীগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা-২ আসনের মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন বিএনপি পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়।
আজ ২ অক্টোবর (সোমবার) কেরাণীগঞ্জের কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।
তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তত্ত্ববধায়ক সরকার হলে নির্বাচনে আসবে, না হয় আসবে না। তারা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। তারা বাংলাদেশের গণতন্ত্রকে ব্যাহত করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি আরও বলেন, ২০২৪ সালের নির্বাচন চ্যালেঞ্জিং নির্বাচন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ তলা বিহীন ঝুড়ি থেকে আজ দেশ উন্নতির রোল মডেলে পরিণত হয়েছে। আজ পানি পথ থেকে শুরু করে স্থলপথ, আকাশ পথের অগ্রযাত্রায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ সাবমেরিন, বঙ্গবন্ধু টানেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু স্যাটেলাইট এর বাংলাদেশ।
কালিন্দী ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাজী আশরাফ উদ্দিন এর সভাপতিত্বে ও কালিন্দী ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম বিপ্লবের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাকুর হোসেন সাকু,
কালিন্দী ইউনিয়নের আওয়ামী সেচ্ছাসেবী লীগের সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ ইতি, কালিন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন খোকন, কালিন্দী ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী জাহিদ হোসেন রনি,বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল আলি, কেরাণীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সভাপতি ইমাম হাসান সহ আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।











