লোহাগাড়ার দুর্গাপূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা,ওসি রাশেদ
- আপডেট সময় : ০৭:৩৯:১৩ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩ ১৯৯ বার পড়া হয়েছে

সাত্তার সিকদার, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে লোহাগাড়া থানা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২ অক্টোবর (রবিবার) সন্ধ্যায় স্থানীয় সিটিজেন পার্ক কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এস আই হিরু বিকাশ দে’র সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা শ্রীনিবাস দাশ সাগর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাঃ রিটন দাশ, সাধারণ সম্পাদক প্রভাষক বাবলু শংকর নাথ।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম বলেন,
লোহাগাড়ায় ১শ ১০ মন্ডপে উদযাপন হবে শারদীয় দুর্গাপূজা
পূজা। শারদীয় দুর্গাপূজার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে নিয়মিত পুলিশ টহলের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ সদস্যরা নজরদারিতে রাখবে। পূজা মন্ডপে যে কোন ধরনের সমস্যা তাৎক্ষণিক ভাবে দায়িত্বরত পুলিশ অফিসার বা থার অফিসার ইনচার্জ কে অবহিত করতে মন্ডপের দায়িত্বরতদের আহ্বান জানান। দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে কঠোর হস্তে দমন করবে পুলিশ।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান বলেন, শারদীয় দুর্গোৎসবে পুলিশের পক্ষ থেকে তিন স্থরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুর্গোৎসবে মাদক, ইভটিজিং সহ বিশৃঙ্খলা সৃষ্টি করলে সাথে সাথেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিটি পূজা মন্ডপে প্রয়োজনীয় সংখ্যক সিসি টিভি ক্যামরা ব্যবহার পূর্বক নিরাপত্তা নিশ্চিত ও দুর্গোৎসব শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাব গাম্ভীর্য্যতার মধ্য দিয়ে সম্পন্নের লক্ষ্যে সকল ধর্মের অনুসারীগন নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সুভাষ চন্দ্র নাথ, শিক্ষাবিদ সুজিত পাল, শিবু রঞ্জন পাল, শিক্ষাবিদ অনুপ দাশ, শ্রী প্রসেনজিৎ পাল।’
পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি মৃণাল কান্তি দাশ মিলন, শিক্ষাবিদ রিটন বিশ্বাস, শিক্ষাবিদ নরেন দাশ, অর্থ সম্পাদক প্রভাষক অনুপ দাশ গুপ্ত, যুগ্ন-সাধারণ সম্পাদক পলাশ দাশ, ডাঃ রাজিব কান্তি রুদ্র, সাংগঠনিক সম্পাদক খোকন চন্দ্র দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক খোকন সুশীল, প্রচার সম্পাদক শিক্ষাবিদ দিপক ভট্টাচার্য, সহ -প্রচার সম্পাদক শিক্ষাবিদ বাবলু কান্তি হাজারী, সহ-পূজা বিষয়ক সম্পাদক টুন্টু সিকদার, সাংস্কৃতিক সম্পাদক সমীর দাশ, সহ-সাংস্কৃতিক সম্পাদক মধু দাশ, গণসংযোগ সম্পাদক ব্যবসায়ী সৈকত কান্তি নাথ, সিনিয়র কার্যনির্বাহী সদস্য শিক্ষাবিদ সুমন মজুমদার হিরো, সদস্য শিক্ষাবিদ রাজীব দাশ, জুয়েল দাশ, রঞ্জিত দাশ নটু, ডাঃ রঞ্জিত নাথ,প্রকাশ কান্তি নাথ প্রমূখ। এসময় লোহাগাড়া থানার অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।











