শাহজাদপুরে ধানক্ষেত থেকে অজ্ঞাত (৩৪) যুবকের লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৭:২৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩ ১৫০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া মন্ডলপাড়ার ধানক্ষেত থেকে পুলিশ সোমবার রাত সাড়ে ৭ টার দিকে এক অজ্ঞাত যুবকের(৩৪) লাশ উদ্ধার করেছে।
এ বিষয়ে এলাকাবাসী জানায়, এূিন বিকেলে ক্ষেত নিরাতে গিয়ে হাকিম মন্ডল(৬০) লাশটি ধানক্ষেতে পড়ে থাকতে দেখ চিৎকার শুরু করে। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে লাশ শনাক্তের চেষ্টা করে। কিন্তু লাশটি পচে গলে যাওয়ায় তারা চিনতে পারেনা। এরপর তারা শাহজাদপুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে’।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা বলেন, লাশের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে লাশ ওই স্থানে ফেলে দিয়ে ঘাতকরা পালিয়ে গেছে। এ ঘটনায় থানাশ মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া ময়নাতদন্তের জন্য লাশটি উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে’।











