পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩ ২৭০ বার পড়া হয়েছে

সাত্তার সিকদার, লোহাগাড়া, চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ, পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
৪অক্টোবর (বুধবার’) বিকেলে পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
সহকারী শিক্ষক আবদুর রশিদ ও ওয়াহিদা আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ে পরিচালনা পরিষদ সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ।
বিশেষ অতিথি ছিলেন,পদুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ,বান্দরবান সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোর্শেদ আলী, দৈনিক আজাদী মাল্টিমিডিয়া সাতকানিয়া -লোহাগাড়া প্রতিনিধি সাংবাদিক আবদুল আউয়াল জনি, দৈনিক চট্টগ্রাম প্রতিদিন ও বাংলা পোর্টালের লোহাগাড়া প্রতিনিধি সাংবাদিক সাত্তার সিকদার, প্রধান শিক্ষক ফরিদ আহমেদ,ওয়াফা চ্যারিটি অর্গানাইজেশন’র চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব।
এসময় উপস্থিত ছিলেন, স্কুল পরিচালনা পরিষদ সদস্য গিয়াস উদ্দিন, শাহ আলম, মোঃ শাহজাহান, নুরুল কবির।
পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপন কান্তি নাথে’র সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন, শিক্ষক শিউলি সরকার, উম্মে সালমা জেনি, ফাতেমা খানম, হুমায়ূন আজাদ, মাসুমা খানম, জিনাত সায়মা, বিকাশ জলদাশসহ শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ ও সম্মাননা স্মারক প্রদান করেন স্কুল কর্তৃপক্ষ।











