উজান থেকে ভেসে এলো বৃহৎ আকৃতির বাঘাইর, ডলফিন
- আপডেট সময় : ০৬:২৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩ ১৪৩ বার পড়া হয়েছে

লালমনিরহাট সংবাদদাতা: ভারতে ভারী বৃষ্টিপাতের ফলে সিকিমে তিস্তা নদীর চুংথাং বাঁধ ভেঙ্গে যাওয়ায় বাংলাদেশে তিস্তায় বড় বড় মাছের সমারোহ ঘটেছে।
উজানে বাঁধ ভেঙে প্রবল বেগে ধেয়ে আসা স্রোতে লালমনিরহাটের হাতীবান্ধায় এবং কালীগঞ্জে শনিবার একে একে ধরা পড়ে একটি বিশাল আকৃতির বাঘাইর মাছ এবং একটি মিঠা পানির ডলফিন।
স্থানীয় সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের দক্ষিণ ডাউয়াবাড়ী গ্রামের ইছাহাকের ছেলে মহসিন তিস্তা নদীতে নৌকা নিয়ে মাছ ধরতে গেলে তার জালে ৭২ কেজি ওজনের একটি বিশাল বাঘাইর মাছ আটকা পড়ে।পরে মাছটি নিয়ে বাজারে গেলে ৮০ হাজার টাকায় এলাকাবাসী কিনে ভাগাভাগি করে নেয়।
এদিকে লালমনিরহাটের কালীগঞ্জের ভোটমারী ইউনিয়নের শৌলমারী চরে শাহজাহান মিয়া নামে এক জেলের হাতে ধরা পড়েছে চার মণ ওজনের একটি ডলফিন। শাহজাহান জানান, দুপুরে নৌকা নিয়ে তিস্তার মাঝ নদীতে গেলে ডলফিনটি তাঁর জালে ধরাপড়ে।











