সংবাদ শিরোনাম ::
শাহজাদপুরে আওয়ামীলীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে চাঁদাবাজি মামলা বেলকুচিতে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ জন আটক ৭ নভেম্বর না আসলে বাংলাদেশ বিলীন হয়ে যেত: বাউবি উপাচার্য বেলকুচির সেন ভাঙ্গাবাড়ী বাজার মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন “জয় বাংলা” স্লোগান দেওয়ায় সাবেক পিপি-কে গণপিটুনি, পুলিশে সোপর্দ উলিপুরে শিক্ষকদের বিরুদ্ধে ভোট কেন্দ্র মেরামতের টাকা আত্নসাতের অভিযোগ খাজা শাহ্ এনায়েতপুরী (রহ:) এর ১১০ তম ওরছ শরীফের দাওয়াত পত্র বিতরণ  রাজশাহীর মাঠে স্পীড স্কেটিংয়ে বগুড়ার স্কেটারদের ৩টি স্বর্ণপদক সহ ৮ পদক অর্জন এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষে আলোচনা সভা

ফ্যাসিবাদী দুঃশাসনে জনজীবন অতিষ্ঠ: বরিশাল বাসদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩ ২০১ বার পড়া হয়েছে

বাংলা পোর্টাল, বরিশাল : দেশে একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর বরিশাল জেলা শাখা কমিটির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৫ অক্টোবর) নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফ্যাসিবাদী সরকার পদত্যাগ, নিরপেক্ষ তদারকি সরকার গঠন ও সংখ্যানুপাতিক নির্বাচনের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বাম গণতান্ত্রিক জোটের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি -সিপিবি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,

বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যাপক নৃপেন্দ্রনাথ বাঢ়ৈ। বক্তারা বলেন, স্বৈরাচারী আওয়ামী ফ্যাসিবাদের দু:শাসনে জনজীবন অতিষ্ঠ। একদিকে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আরেকদিকে গনতন্ত্র ও ভোটাধিকার ভূলুন্ঠিত। ১৫ বছর জনগণের ভোটাধিকার পদদলিত করে আওয়ামী লীগ একতরফা ভোটারবিহীন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বক্তারা বলেন, স্বৈরাচারী আইয়ুব সরকার, এরশাদ সরকারের যেভাবে গণঅভ্যুত্থানের মুখে পতন হয়েছিল, স্বৈরাচারী আওয়ামী সরকারেরও সেভাবেই পতন হবে। অবিলম্বে সংসদ ভেঙে তদারকি সরকারের অধীনে নির্বাচন দেয়ার জন্য বক্তারা জোর দাবি জানান।

অবস্থান কর্মসূচিতে বক্তারা সংখ্যানুপাতিক নির্বাচনব্যবস্থা চালু করার জন্যও জোর দাবি তোলেন। ক্ষমতার ভারসাম্য রক্ষা ও সর্বস্তরের জনগনের মতামতের প্রতিফলন ঘটানোর জন্য সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার কোন বিকল্প নেই বলে বক্তারা জানান। বক্তারা একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা হলে কঠোর আন্দোলনের মাধ্যমে একতরফা নির্বাচন প্রতিহত করার ঘোষণা দেন। অবস্থান কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফ্যাসিবাদী দুঃশাসনে জনজীবন অতিষ্ঠ: বরিশাল বাসদ

আপডেট সময় : ০৫:২৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩

বাংলা পোর্টাল, বরিশাল : দেশে একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর বরিশাল জেলা শাখা কমিটির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৫ অক্টোবর) নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফ্যাসিবাদী সরকার পদত্যাগ, নিরপেক্ষ তদারকি সরকার গঠন ও সংখ্যানুপাতিক নির্বাচনের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বাম গণতান্ত্রিক জোটের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি -সিপিবি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,

বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যাপক নৃপেন্দ্রনাথ বাঢ়ৈ। বক্তারা বলেন, স্বৈরাচারী আওয়ামী ফ্যাসিবাদের দু:শাসনে জনজীবন অতিষ্ঠ। একদিকে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আরেকদিকে গনতন্ত্র ও ভোটাধিকার ভূলুন্ঠিত। ১৫ বছর জনগণের ভোটাধিকার পদদলিত করে আওয়ামী লীগ একতরফা ভোটারবিহীন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বক্তারা বলেন, স্বৈরাচারী আইয়ুব সরকার, এরশাদ সরকারের যেভাবে গণঅভ্যুত্থানের মুখে পতন হয়েছিল, স্বৈরাচারী আওয়ামী সরকারেরও সেভাবেই পতন হবে। অবিলম্বে সংসদ ভেঙে তদারকি সরকারের অধীনে নির্বাচন দেয়ার জন্য বক্তারা জোর দাবি জানান।

অবস্থান কর্মসূচিতে বক্তারা সংখ্যানুপাতিক নির্বাচনব্যবস্থা চালু করার জন্যও জোর দাবি তোলেন। ক্ষমতার ভারসাম্য রক্ষা ও সর্বস্তরের জনগনের মতামতের প্রতিফলন ঘটানোর জন্য সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার কোন বিকল্প নেই বলে বক্তারা জানান। বক্তারা একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা হলে কঠোর আন্দোলনের মাধ্যমে একতরফা নির্বাচন প্রতিহত করার ঘোষণা দেন। অবস্থান কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।