মানিকছড়িতে ৩ মাদক কারবারী আটক ২টি প্রাইভেট কার জব্দ
- আপডেট সময় : ০৫:১৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩ ১৭৭ বার পড়া হয়েছে

মো.আকতার হোসেন,খাগড়াছড়ি প্রতিনিধি:- খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে ২টি প্রাইভেটকার ১৫০লিটার চোলাইমদসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
৫ অক্টোবর ভোর বেলায় মানিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই)সুমন কান্তি দে সঙ্গীয় অফিসার এবং ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালীন সময়ে মানিকছড়ি থানাধীন গাড়িটানা এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, তিন জন ব্যক্তি একসাথে দুইটি প্রাইভেটকারে অবৈধ মাদকদ্রব্য বহন করে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছে গাড়িটানা টোল বক্সের সামনে চেক পোষ্ট বসিয়ে সন্দেহভাজন একটি সাদা রং এর প্রাইভেট কার ও একটি ব্লু রং এর প্রাইভেট কার থামার জন্য সংকেত দিলে উভয় গাড়ি গতি কমিয়ে এক পর্যায়ে গাড়ি থামিয়ে পালানোর চেষ্টা করিলে সুকৌশলে গাড়ি থামিয়ে প্রাইভেটকার দুটি ফোর্স দ্বারা তল্লাশী করে ব্লু রঙের প্রাইভেট কার পিছনের মালামাল রাখার বক্স থেকে এবং সাদা রঙ এর প্রাইভেট কার এর পিছনের মালামাল রাখার বক্স থেকে ০১ টি সাদা ও ০১ টি হলুদ রঙ এর প্লাস্টিকের বস্তায় স্যালাইনের প্যাকেটে ১৫০লিটার চোলাই মদ সহ আসামীদের আটক করেন।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন- মোঃ মিজান (২৬), রাঙ্গামাটি জেলার কাউখালী বেতবুনিয়ার ডাকবাংলা এলাকার মৃত মোহাম্মদ উল্লাহ ছেলে আবু তৈয়ব(২৭) রাঙ্গামাটি জেলার কাউখালী কমলপতি এলাকার আলী আহমেদ এর ছেলে রাজীব রবি দাশ (৩০),চট্রগ্রাম জেলার খুলশী ব্যাটারীগলি (রবি দাশ কলোনী)দামপাড়া এলাকার মনুরবি দাশ এর ছেলে।
মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.আনচারুল করিম জানান গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান।











