শিক্ষার্থীর সার্টিফিকেট কেনো সরকারি এবং বেসরকারি-এই দুই ক্যাটাগরির হবে না
- আপডেট সময় : ০১:২২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩ ২১০ বার পড়া হয়েছে

বাংলাদেশে দুই শ্রেণির শিক্ষক আছেন। সরকারি শিক্ষক। যারা উচ্চবর্গের। অন্যদিকে বেসরকারি শিক্ষক। যারা নিম্নবর্গের। সরকারি আমলারাও সরকারি শিক্ষকদের সাথে একমত পোষণ করেন এবং বেসরকারি শিক্ষকদের নিম্নবর্গের শিক্ষক মনে করেন। ক্ষেত্রবিশেষে শিক্ষকের জাতের মধ্যেই পড়ে না! এমনও মনে করা হয়।
মজার বিষয় হলো,সেদেশে অধিকাংশ শিক্ষার্থী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে। বেসরকারি শিক্ষকদের যেমন বাঁকা চোখে দেখেন কর্তাব্যক্তিরা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া শিক্ষার্থীরা কম আত্মবিশ্বাসে ভোগে। দেশে হাজারো বৈষম্যের মাঝে শিক্ষা প্রতিষ্ঠান বৈষম্য আর শিক্ষক বৈষম্য যেনো সহজাত ব্যাপার। আমরা সেটা মেনেই নিয়েছি।
কলেজ পর্যায়ে বাংলাদেশের সেরা দুটি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। নটরডেম কলেজ। ভিকারুননিসা কালে। সুতরাং,শিক্ষকের জাতপ্রথার কারণে,সরকারি শিক্ষকের কাছে পড়া শিক্ষার্থী এবং বেসরকারি শিক্ষকের কাছে শিক্ষা নেয়া শিক্ষার্থী….
এই উভয় শিক্ষার্থীর সার্টিফিকেট কিন্তু একই ক্যাটাগরির। এটা বাস্তবসম্মত হতে পারে না।
বরং এটা তো স্ববিরোধী হয়ে গেলো! শিক্ষক যদি সরকারি এবং বেসরকারি দুইজাতের হয়,তাহলে এসএসসি/এইচএসসি/পাসকোর্স/অনার্স/মাস্টার্সের সনদও দুই ক্যাটাগরিতে ভাগ করা হোক। সরকারি শিক্ষার্থীর সনদ হোক সরকারি সনদ এবং বেসরকারি শিক্ষার্থীর সার্টিফিকেটে উল্লেখ করা হোক বেসরকারি সনদ। শিক্ষক দিবসে এই দাবী জোরালোভাবে তুললাম।
লেখক: মঈনুল হাসান পলাশ, সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, কক্সবাজার সিটি কলেজ।











