শ্রীমঙ্গলে ১৪০ পরিবার পেলো গৃহ নির্মাণের ঢেউটিন
- আপডেট সময় : ০৩:৩৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩ ১৬২ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা : শ্রীমঙ্গলে প্রাকৃতিক দুর্যোগ, শিলাবৃষ্টি ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪০ পরিবার পেলো গৃহনির্মাণের টাকা ও ঢেউটিন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে প্রতি পরিবারের মাঝে দুই বান্ডেল ঢেউটিন ও ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়। সব মিলিয়ে ৮ লক্ষ ৪০ হাজার টাকার চেক এবং ২৮০ বান্ডেল ঢেউটিন বিতরণ করা হয়েছে’।
শ্রীমঙ্গল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ’ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান। এ ছাড়াও অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য, উপকারভোগী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।











