নোয়াখালীর চরজব্বর থানার এসআই নুর হোসেন বরখাস্ত
- আপডেট সময় : ০৯:২৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩ ২২৩ বার পড়া হয়েছে

নোয়াখালী সংবাদদাতা: বিভাগীয় নিয়ম শৃংখলা পরিপন্থি কাজ এবং কর্তব্য অবহেলা করায় চরজব্বর থানার এসআই নুর হোসেনকে সাময়িক ভাবে বরখাস্ত করেছেন নোয়াখালী জেলা পুলিশ কর্তপক্ষ ।
৬ অক্টোবর ২৩ শুক্রবার সন্ধ্যায় নোয়াখালী পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম পিপিএম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, নোয়াখালী জেলার চরজব্বর থানা এলাকায়, এসআই (নি:) নূর হোসেন সঙ্গীয় কং/৫২৯ নাছির উদ্দিন সহ দিবাকালীন জরুরী মোবাইল ডিউটিতে নিয়োজিত থাকাকালে আব্দুল্লাহ মিয়ার হাটের উত্তর পাশে চাঁনবাড়ি কিল্লা নামক স্থানের নুরুজ্জামান এর দোকান হতে ৪ জন ব্যক্তিকে মোবাইল ফোনে লুডু খেলা অবস্থায় পেয়ে আটক করেন। এসময় সিএনজি অটোরিকশায় ১ নং চরজব্বর ইউপির চরহাসান ভূইয়ারহাট বাজারে নিয়ে যায়। পরবর্তীতে আটককৃত ৩ জন ব্যক্তি পুলিশ হেফাজত হতে হ্যান্ডকাফ না থাকার সুযোগে পালিয়ে যায় এবং অপর একজনকে কং/৫২৯ নাসিরউদ্দিন আটক করতে সক্ষম হন এবং থানায় আসার পথে আব্দুল্লামিয়ার হাট এর সেক্রেটারি হাসানের অনুরোধে তার জিম্মায় প্রদান করেন।
সার্বিক বিষয় উক্ত এসআই নুর হোসেন থানার অফিসার ইনচার্জকে অবহিত করেননি এবং ডিউটি শেষে থানার জিডিতে নোট করেন নি।
উল্লেখিত বিষয়ে বিভাগীয় নিয়ম শৃঙ্খলা পরিপন্হি কাজ করা সহ কর্তব্যে গাফিলতির কারনে এসআই/নুর হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্হা গ্রহন প্রক্রিয়াধীন।











