সংবাদ শিরোনাম ::
শাহজাদপুরে আওয়ামীলীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে চাঁদাবাজি মামলা বেলকুচিতে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ জন আটক ৭ নভেম্বর না আসলে বাংলাদেশ বিলীন হয়ে যেত: বাউবি উপাচার্য বেলকুচির সেন ভাঙ্গাবাড়ী বাজার মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন “জয় বাংলা” স্লোগান দেওয়ায় সাবেক পিপি-কে গণপিটুনি, পুলিশে সোপর্দ উলিপুরে শিক্ষকদের বিরুদ্ধে ভোট কেন্দ্র মেরামতের টাকা আত্নসাতের অভিযোগ খাজা শাহ্ এনায়েতপুরী (রহ:) এর ১১০ তম ওরছ শরীফের দাওয়াত পত্র বিতরণ  রাজশাহীর মাঠে স্পীড স্কেটিংয়ে বগুড়ার স্কেটারদের ৩টি স্বর্ণপদক সহ ৮ পদক অর্জন এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষে আলোচনা সভা

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে মার্কিন রাষ্ট্রদূতের সফরে উদ্বিগ্ন ভারত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩ ১১৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের গিলগিট বালটিস্তান অঞ্চলে সফর করেছেন পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোম। মার্কিন রাষ্ট্রদূতের এ সফর নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারত সরকার। গতকাল বৃহস্পতিবার নয়াদিল্লির এই উদ্বেগের কথা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

উল্লেখ্য, পাক অধিকৃত কাশ্মীরের অংশ গিলগিট বালটিস্তান। বহু বছর আগে এই অঞ্চলটিকে পৃথক প্রশাসনিক অঞ্চল হিসেবে ঘোষণা করে পাকিস্তান। তবে বর্তমানে ভারতের সরকারি নথি অনুযায়ী, এই অঞ্চলটি কেন্দ্র শাসিত লাদাখ অঞ্চলের অন্তর্গত।

গতকাল এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘কেন্দ্র শাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। আন্তর্জাতিক মহলের প্রতি আমাদের আবেদন, ভারতের সার্বভৌমত্বের প্রতি যেন তারা সম্মান প্রদর্শন করে।পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের (পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর:) সফর নিয়ে ভারতের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে এ উদ্বেগের কথা জানানো হয়েছে।’

ডোনাল্ড ব্লোমের সফরের পক্ষ নিয়ে এর আগে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারেচেত্তিও বক্তব্য দিয়েছেন।

এই ঘটনা প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেট্টিকেও। তার জবাবে তিনি বলেন, ‘পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কী করছেন, তার জবাব আমি দিতে পারব না। তবে তিনি সেখানে আগেও গিয়েছেন’।

তিনি বলেন, সম্প্রতি ভারতে অনুষ্ঠিত জি–২০ সম্মেলনের সময় ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সফর করা প্রতিনিধিদলেও ছিলেন ডোনাল্ড ব্লোম।

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য সম্পর্কেও অরিন্দম বাগচিকে প্রশ্ন করেন সাংবাদিকেরা।’ এর উত্তরে তিনি বলেন, এই দুটি বিষয় একেবারেই আলাদা। একটির সঙ্গে আরেকটির তুলনীয় নয়।

সম্প্রতি পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর সফর করেন ইসলামাবাদে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোম। তাঁর সফর ছিল ছয় দিনের। গত বছরও গিলগিট-বালতিস্তানের রাজধানী মুজাফফরাবাদ সফর করেন ব্লোম। এর আগে গত বছরের এপ্রিলেও অঞ্চলটি সফর করে যান মার্কিন প্রতিনিধি পরিষদের নারী সদস্য ইলহান ওমর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে মার্কিন রাষ্ট্রদূতের সফরে উদ্বিগ্ন ভারত

আপডেট সময় : ০৮:৫৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের গিলগিট বালটিস্তান অঞ্চলে সফর করেছেন পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোম। মার্কিন রাষ্ট্রদূতের এ সফর নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারত সরকার। গতকাল বৃহস্পতিবার নয়াদিল্লির এই উদ্বেগের কথা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

উল্লেখ্য, পাক অধিকৃত কাশ্মীরের অংশ গিলগিট বালটিস্তান। বহু বছর আগে এই অঞ্চলটিকে পৃথক প্রশাসনিক অঞ্চল হিসেবে ঘোষণা করে পাকিস্তান। তবে বর্তমানে ভারতের সরকারি নথি অনুযায়ী, এই অঞ্চলটি কেন্দ্র শাসিত লাদাখ অঞ্চলের অন্তর্গত।

গতকাল এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘কেন্দ্র শাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। আন্তর্জাতিক মহলের প্রতি আমাদের আবেদন, ভারতের সার্বভৌমত্বের প্রতি যেন তারা সম্মান প্রদর্শন করে।পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের (পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর:) সফর নিয়ে ভারতের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে এ উদ্বেগের কথা জানানো হয়েছে।’

ডোনাল্ড ব্লোমের সফরের পক্ষ নিয়ে এর আগে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারেচেত্তিও বক্তব্য দিয়েছেন।

এই ঘটনা প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেট্টিকেও। তার জবাবে তিনি বলেন, ‘পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কী করছেন, তার জবাব আমি দিতে পারব না। তবে তিনি সেখানে আগেও গিয়েছেন’।

তিনি বলেন, সম্প্রতি ভারতে অনুষ্ঠিত জি–২০ সম্মেলনের সময় ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সফর করা প্রতিনিধিদলেও ছিলেন ডোনাল্ড ব্লোম।

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য সম্পর্কেও অরিন্দম বাগচিকে প্রশ্ন করেন সাংবাদিকেরা।’ এর উত্তরে তিনি বলেন, এই দুটি বিষয় একেবারেই আলাদা। একটির সঙ্গে আরেকটির তুলনীয় নয়।

সম্প্রতি পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর সফর করেন ইসলামাবাদে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোম। তাঁর সফর ছিল ছয় দিনের। গত বছরও গিলগিট-বালতিস্তানের রাজধানী মুজাফফরাবাদ সফর করেন ব্লোম। এর আগে গত বছরের এপ্রিলেও অঞ্চলটি সফর করে যান মার্কিন প্রতিনিধি পরিষদের নারী সদস্য ইলহান ওমর।