রায়পুরায় সাবেক সংসদ সদস্য’র ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৮:০৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩ ১০১ বার পড়া হয়েছে

শফিকুল ইসলাম, রায়পুরা প্রতিনিধি : নরসিংদী রায়পুরা উপজেলার পূর্বাঞ্চলের কৃতি সন্তান, জাতির জনক বঙ্গবন্ধু’র ঘনিষ্ঠ সহচর ও আদর্শের রাজনীতিবিদ,সাবেক সংসদ সদস্য ও জেলা গভর্নর,সংবিধান প্রনয়ন কমিটির সদস্য,মুক্তিযোদ্ধার অন্যতম সংগঠক, বীরমুক্তিযোদ্ধা এড:আফতাব উদ্দিন ভুঁইয়া’র ২৭ তম মৃত্যু বার্ষিকী স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিনম্র শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৬ অক্টোবর’) সকাল ১০ ঘটিকায় রায়পুরা উপজেলার পূর্বাঞ্চলের মুছাপুর ইউনিয়নের রামনগর হাফিজিয়া মাদ্রাসা (বীরশ্রেষ্ঠ মতিনগর) মাঠ প্রাঙ্গণে সাবেক সংসদ সদস্য এডঃআফতাব উদ্দিন ভুঁইয়া’র ২৭ তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা,দোয়া মাহফিল ও বিনম্র শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এডঃআফতাব উদ্দিন ভুঁইয়া স্মৃতি ফাউন্ডেশন উদ্যোগে শুক্রবার রামনগর হাফিজিয়া মাদ্রাসা (বীরশ্রেষ্ঠ মতিনগর) জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।সেখানে জুমার নামাজের পর মসজিদের ইমাম মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫(রায়পুরা)আসনেরনৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দুই দুইবারের সাবেক সফল অন্যতম সদস্য ও এডঃআফতাব উদ্দিন ভুঁইয়া স্মৃতি ফাউন্ডেশন প্রধান উপদেষ্টা এড:এবিএম রিয়াজুল কবির কাওছার সাবেক সংসদ সদস্য’র ২৭তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তাছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি এড:সামছুল হক, রায়পুরা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ ইমান উদ্দিন ভুঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা আওয়ামীলীগ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম (করিম),সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক একেএম মহিউদ্দিন,নরসিংদী নরসিংদী জেলা শহর আওয়ামীলীগ সাবেক সদস্য মশিউল আলম কনক,মহেশপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুজিবর রহমান,রায়পুরা পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক কাজী ইমদাদ রায়পুরা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃদুলাল ভান্ডারী,সাধারণ সম্পাদক হৃদয় আহমেদ রতন,সিনিয়র সহ-সভাপতি বিপ্লব ব্যার্নাজী,সাংগঠনিক সম্পাদক লিটন মিয়া, অর্থ বিষয়ক সম্পাদক গাজী সরকার, দপ্তর সম্পাদক মোঃ জালাল উদ্দীন, হাইরমারা ইউপির সদস্য মোঃসাইফুল ইসলাম ,রায়পুরা উপজেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ড যুগ্ম সাধারণ সম্পাদক মোঃমুকুল সরকার, প্রচার সম্পাদক মোঃনাছির উদ্দিন,সাবেক ছাত্রনেতা ও পৌর আওয়ামী যুবলীগ সভাপতি পদ প্রার্থী আসলাম রাজন,ছাত্রনেতা রাজীব সকল ইউনিয়নের তৃণমূল আ.লীগ ও ত্যাগী নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।











