সংবাদ শিরোনাম ::
শাহজাদপুরে আওয়ামীলীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে চাঁদাবাজি মামলা বেলকুচিতে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ জন আটক ৭ নভেম্বর না আসলে বাংলাদেশ বিলীন হয়ে যেত: বাউবি উপাচার্য বেলকুচির সেন ভাঙ্গাবাড়ী বাজার মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন “জয় বাংলা” স্লোগান দেওয়ায় সাবেক পিপি-কে গণপিটুনি, পুলিশে সোপর্দ উলিপুরে শিক্ষকদের বিরুদ্ধে ভোট কেন্দ্র মেরামতের টাকা আত্নসাতের অভিযোগ খাজা শাহ্ এনায়েতপুরী (রহ:) এর ১১০ তম ওরছ শরীফের দাওয়াত পত্র বিতরণ  রাজশাহীর মাঠে স্পীড স্কেটিংয়ে বগুড়ার স্কেটারদের ৩টি স্বর্ণপদক সহ ৮ পদক অর্জন এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষে আলোচনা সভা

হোটেলে খাবারের বিল অতিরিক্ত চাওয়ায় ৯৯৯ ফোন,বিল কমিয়ে ক্ষমা চাইলেন মালিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩ ১২১ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধি: ০৬ অক্টোবর ২০২৩ইং কুয়াকাটায় খাবারের দাম চাওয়ায় ৯৯৯-এ ফোন, বিল কমিয়ে ক্ষমা চাইলেন হোটেল মালিক

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে খাবারের বিল বেশি রাখায় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন শিক্ষার্থীরা। পরে ঘটনাস্থলে ট্যুরিস্ট পুলিশ গিয়ে হোটেল মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। বৃহস্পতিবার (৫ অক্টোবর) এ ঘটনাটি ঘটে।

৯৯৯ এর পুলিশ পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা’) আনোয়ার সাত্তার এ তথ্য জানান। তিনি বলেন, গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের একদল শিক্ষার্থী কুয়াকাটা সৈকতে বেড়াতে যান। সেখানে একটি হোটেলে তারা দুপুরের খাবার খান। কিন্তু বিল দিতে গিয়ে তারা অবাক হন। কারণ যে মেন্যু দেখে তারা খাবার অর্ডার করেছিলেন তার থেকে মূল্য বেশি দেখিয়ে বিল করা হয়েছে।ছাত্র-ছাত্রীরা মেন্যুতে উল্লেখ করা দামের চেয়ে বেশি টাকা দেবে না বলে জানান। অন্যদিকে, মূল্যবৃদ্ধির অজুহাতে হোটেল মালিক বেশি টাকা ছাড়া বিল নিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে সেখানে মৃদু হট্টগোল তৈরি হয়।পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, এমন তথ্য জানিয়ে বৃহস্পতিবার বিকেল ৩টায় আইনি সহায়তা চেয়ে একজন শিক্ষার্থী ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করেন। কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ এর কলটেকার কনস্টেবল আনিসুর রহমান। কনস্টেবল আনিস তাৎক্ষণিকভাবে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশকে বিষয়টির আইনি ব্যবস্থা নেওয়ার জন্য জানান’। পরবর্তীতে ৯৯৯ ডিসপাচার এএসআই সাইফুল ট্যুরিস্ট পুলিশ এবং কলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে পুলিশী তৎপরতার খোঁজ-খবর নিতে থাকেন।’

সংবাদ পেয়ে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতিতে হোটেল মালিক খাদ্যতালিকায় রাখা দামের সমপরিমাণ টাকা নিতে রাজি হন এবং ক্ষমা প্রার্থনা করেন।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের এএসআই সায়াতুল ইসলাম বলেন, এ বিষয়ে শিক্ষার্থীরা লিখিত অভিযোগ দিতে রাজি না হওয়ায় হোটেল মালিক থেকে ভবিষ্যতে অতিরিক্ত বিল না নেওয়ার বিষয়ে মুচলেকা নিয়ে বিষয়টির সমাধান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হোটেলে খাবারের বিল অতিরিক্ত চাওয়ায় ৯৯৯ ফোন,বিল কমিয়ে ক্ষমা চাইলেন মালিক

আপডেট সময় : ০৯:৫৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩

মোঃ আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধি: ০৬ অক্টোবর ২০২৩ইং কুয়াকাটায় খাবারের দাম চাওয়ায় ৯৯৯-এ ফোন, বিল কমিয়ে ক্ষমা চাইলেন হোটেল মালিক

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে খাবারের বিল বেশি রাখায় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন শিক্ষার্থীরা। পরে ঘটনাস্থলে ট্যুরিস্ট পুলিশ গিয়ে হোটেল মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। বৃহস্পতিবার (৫ অক্টোবর) এ ঘটনাটি ঘটে।

৯৯৯ এর পুলিশ পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা’) আনোয়ার সাত্তার এ তথ্য জানান। তিনি বলেন, গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের একদল শিক্ষার্থী কুয়াকাটা সৈকতে বেড়াতে যান। সেখানে একটি হোটেলে তারা দুপুরের খাবার খান। কিন্তু বিল দিতে গিয়ে তারা অবাক হন। কারণ যে মেন্যু দেখে তারা খাবার অর্ডার করেছিলেন তার থেকে মূল্য বেশি দেখিয়ে বিল করা হয়েছে।ছাত্র-ছাত্রীরা মেন্যুতে উল্লেখ করা দামের চেয়ে বেশি টাকা দেবে না বলে জানান। অন্যদিকে, মূল্যবৃদ্ধির অজুহাতে হোটেল মালিক বেশি টাকা ছাড়া বিল নিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে সেখানে মৃদু হট্টগোল তৈরি হয়।পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, এমন তথ্য জানিয়ে বৃহস্পতিবার বিকেল ৩টায় আইনি সহায়তা চেয়ে একজন শিক্ষার্থী ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করেন। কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ এর কলটেকার কনস্টেবল আনিসুর রহমান। কনস্টেবল আনিস তাৎক্ষণিকভাবে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশকে বিষয়টির আইনি ব্যবস্থা নেওয়ার জন্য জানান’। পরবর্তীতে ৯৯৯ ডিসপাচার এএসআই সাইফুল ট্যুরিস্ট পুলিশ এবং কলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে পুলিশী তৎপরতার খোঁজ-খবর নিতে থাকেন।’

সংবাদ পেয়ে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতিতে হোটেল মালিক খাদ্যতালিকায় রাখা দামের সমপরিমাণ টাকা নিতে রাজি হন এবং ক্ষমা প্রার্থনা করেন।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের এএসআই সায়াতুল ইসলাম বলেন, এ বিষয়ে শিক্ষার্থীরা লিখিত অভিযোগ দিতে রাজি না হওয়ায় হোটেল মালিক থেকে ভবিষ্যতে অতিরিক্ত বিল না নেওয়ার বিষয়ে মুচলেকা নিয়ে বিষয়টির সমাধান করা হয়।