শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ১ ব্যক্তি নিহত
- আপডেট সময় : ১০:৩৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩ ৮৯ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ১ ব্যক্তি নিহত হয়েছে। উপজেলার কালাপুর ইউনিয়নের কাকিয়াবাজারে এলাকায় শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়,
পুলিশ জানিয়েছ, একটি সিলভার রংয়ের প্রাইভেট গাড়ি (ঢাকা মেট্রো-গ ১৭-৯৯২৩) ও বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল (সিলেট মেট্রো-ল ১১-১৩৫৮) এর মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটর বাইক চালকের ফয়েজ মিয়া (৪৮) এর ঘটনাস্থলেই মৃত্যু ঘটে।
নিহত ফয়েজ মিয়া কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের আদমপুর গ্রামের আলাল মিয়ার পুত্র বলে জানা গেছে।
তিনি মৌলভীবাজার শহরের নুরজাহান প্রাইভেট হাসপাতালের জেনারেটর অপারেটর হিসেবে কাজ করতো।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার এস আই সজীব চৌধুরীর জানান, নিহতের মরদেহ শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশ বিষয়টি তদারকি করছেন।











