তাড়াশে তামাক নিয়ন্ত্রণ বিষয়ে সংবাদ সম্মেলন ও আলোচনা সভা
- আপডেট সময় : ০৫:৫৫:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩ ১০৪ বার পড়া হয়েছে

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা: সিরাজগঞ্জের তাড়াশে তামাক নিয়ন্ত্রণ বিষয়ে সংবাদ সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জীবনের জন্য, পরিবারের জন্য তামাক কোম্পানির আগ্রাসন প্রতিহত করুন, দেশব্যাপী তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন: তামাক কোম্পানি বেপরোয়া শীর্ষক বিষয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা পরিবর্তনের আয়োজনে সংবাদ সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে’।
সোমবার বিকালে উপজেলা পাবলিক লাইব্রেরী হল রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে এ সংক্রান্ত কী নোট পেপার উপস্থাপন করেন পরিবর্তন সংস্থার পরিচালক আব্দুর রাজ্জাক রাজু। সংবাদ সম্মেলন শেষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল রানা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মনোয়ার হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুস সালাম জাকারিয়া, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক শামিউল ইসলাম শামীম, সাংগঠনিক সম্পাদক হাদিউল হৃদয়, উপজেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মহসীন আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল রানা সোহাগ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম মামুন হুসাইন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সহ অনেকে।











