জয়পুরহাটে জুয়ার আসর থেকে ছাত্রলীগ নেতাসহ আটক ৯
- আপডেট সময় : ১১:২৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩ ৫২২ বার পড়া হয়েছে

জয়পুরহাট সংবাদদাতা: ৯ অক্টোবর,২৩ জয়পুরহাটের কালাইয়ে জুয়ার আসর থেকে ইউনিয়ন ছাত্রলীগের আহবায়কসহ ৯ জুয়ারীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার মাত্রাই ইউনিয়নের মদনাহার গ্রামের ছাত্রলীগ নেতার পুকুর পাড়ে একটি টিনের ঘরে জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী।
আটককৃতরা হলেন,কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আতিকুর রহমান (৩২), একই ইউনিয়নের মাত্রাই গ্রামের হেলাল উদ্দিন (২৮), মাসুদ রানা (২৫), রিফাত হোসেন (১৮), শওকত হাবীব (৩০), আতিকুর রহমান আতিক (৩০), বায়েজিদ (২০) এবং মদনাহার গ্রামের সবুজ সরকার।
ওসি ওয়াসিম আল বারী জানান, মাত্রাই ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আতিকুর রহমান দীর্ঘদিন ধরে এলাকায় যুবকদের নিয়ে জুয়ার আসর চালিয়ে আসছিল। সোমবার দুপুরে উপজেলার মাত্রাই ইউনিয়নের মদনাহার গ্রামে জুয়া খেলা হচ্ছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হবে।











