তাড়াশে পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক কারবারিসহ আটক ৯
- আপডেট সময় : ১০:৩৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩ ১৬৫ বার পড়া হয়েছে

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ৯ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছেন থানা পুলিশ।
মঙ্গলবার বিকালে গ্রেফতারকৃত মাদক কারবারিদের আদালতে পাঠানো হয়েছে।
মাদক কারবারিরা হলেন, লিটন চন্দ্র (৩১), মামুন হোসেন (৩০), আমিরুল ইসলাম (২৮) আব্দুল মজিদ (৪০), আখি খাতুন (২২), আজাদ হোসেন (২৫), শ্রীমতি সাগরি বালা (২৮), ছইমুদ্দিন (৫৫), রজব আলী ও মামুন হোসেন (৩০)।
বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহিদুল ইসলাম বলেন, সোমবার রাতে ও মঙ্গলবার সকালে মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক কারবারি নারীসহ ৯ জনকে গাঁজা, গাঁজার গাছ ও দেশীয় চোলাই মদ সহ গ্রেফতার করা হয়।
এ ঘটনায় তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি আটককৃত মাদক কারবারিদের আদালতে পাঠানো হয়েছে।’











