‘বাস্তুচ্যুত শিবিরে মিয়ানমার সেনাবাহিনীর আর্টিলারি হামলা, নিহত ২৯
- আপডেট সময় : ০৬:২২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩ ১২২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে এক শরণার্থী শিবিরের উপর হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী’। মিয়ানমারের উত্তর-পূর্ব চীন সীমান্তের পাশে এ শরণার্থী শিবিরটি অবস্থিত। হামলায় শিশুসহ মোট ২৯ জন বাস্তচ্যুত আশ্রয়প্রার্থী নিহত হয়েছে। শরণার্থী শিবিরগুলো স্বাধীনতাকামী বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইনডিপেনডেন্স আর্মির নিয়ন্ত্রণাধীন।
কাচিন ইনডিপেনডেন্স আর্মির মুখপাত্র কর্ণেল নও বু বিবিসিকে জানিয়েছেন, ‘শিশু-বৃদ্ধসহ ২৯ জন নিহত হওয়া ছাড়াও ৫৬ জন আহত হয়েছে। এদের মধ্যে সবাই আশ্রয়গ্রহণকারী সাধারণ নাগরিক’। ক্রমেই বেড়ে ওঠা কাচিনদের জনপ্রিয়তার জন্যই তাদের উপর মায়ানমার সেনাবাহিনীর হামলার মাত্রা বৃদ্ধি পেয়েছে।’
তিনি বলেন, হামলা হয়েছে সোমবার রাত সাড়ে এগারটার দিকে। তারা খতিয়ে দেখছেন হামলাটা কিভাবে হয়েছে। কাচিন বিদ্রোহীদের সাথে ৬৩ বছর ধরে চলা সংঘাতের মধ্যে এটি সবচেয়ে মারাত্মক হামলার একটি।’
তিনি বলেন, আমরা কোনো বিমানের শব্দ শুনতে পাইনি। তবে আমরা খতিয়ে দেখছি হামলাটা ড্রোন ব্যবহার করে হয়েছে কিনা।’ এই শিবিরটি রয়েছে চীন সীমান্তের লাইজা টাউনের কাছাকাছি।
নির্বাসিত জাতীয় ঐক্য সরকার (এনইউজি’) ক্যাম্পে হামলার জন্য জান্তাকে দায়ী করে বলেছে,এটি যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ।’

















