রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্টিত
- আপডেট সময় : ১০:২৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩ ১১৭ বার পড়া হয়েছে

রয়েল দত্ত,রাউজান প্রতিনিধি: আসন্ন দূর্গা পূজা উপলক্ষে রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা রাউজান উপজেলা পরিষদ অডিটেরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী। জম্মাষ্টামী উদযাপন পরিষদের সচিব তপন দে’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র এডভোকেট সমীর দাশ গুপ্ত, বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দে । বক্তব্য রাখেন, রাউজান পৌরসভার কাউন্সিলর এডভোকেট দিলীপ কুমার চৌধুরী, সহ সভাপতি ইউপি চেয়ারম্যান রবিন্দ্র লাল চৌধুরী, রুনু ভট্টাচার্য, অশোক পালিত, টিপু কান্তি দে, সাংবাদিক প্রদীপ শীল, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উজ্জ্বল কান্তি দাশ, পূজা পরিষদ নেতা দিপলু দে দিপু, অনুপ চক্রবর্ত্তী, জিকু দত্ত, অঞ্জন চৌধুরী, ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সম্পাদকবৃেন্দর মধ্যে বক্তব্য রাখেন, শিমুল বিশ্বাস, মিঠু শীল, ডা. বিজয় দাশ, ডা. রিগ্যান শীল, দিলীপ কুমার দে, শিক্ষক অরুণ বিজয় দাশ, রাজু ভট্টাচার্য, প্রদীপ দাশ, তীর্থ ধর, অনিক দাশ গুপ্ত, জয়দেব রহুল প্রমুখ।সভাপতির বক্তব্যে পূজা উদযাপন পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী বলেন, পূজার সময় প্রতিটি পূজা মন্ডপের নিজস্ব সেচ্ছাসেবক ও সিসি ক্যামেরা স্থাপন থাকতে হবে। শৃঙ্খলা মেনে রাত ১১ টায় আরতি শেষ করতে হবে। কোন প্রকার উশৃংখল পরিস্থিতি সৃষ্টি হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দে বলেন, রাউজানে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন সৃষ্টি হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফজলে করিম চৌধুরীর যোগ্য নেতৃত্বের জন্য। এই মেলবন্ধন অটুট থেকে এগিয়ে নিতে হবে রাউজানকে। আগামী নির্বাচনে সনাতনী সমাজ প্রমাণ করবে কতটা ঐক্যবদ্ধ। ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে আমরা ছিলাম এবং থাকবো।











