কামারখন্দে বিএনপির নেতা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল
- আপডেট সময় : ০৭:৫৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩ ১৩৮ বার পড়া হয়েছে

কামারখন্দ,(সিরাজগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কামারখন্দ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও ৩নং জামতৈল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম শেখ’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর ) বিকেলে কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন প্রাঙ্গনে বিএনপির দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল হয়।
কামারখন্দ উপজেলা বিএনপির সভাপতি বদিউজ্জামান ফেরদৌসের সভাপতিত্বে এসময় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথানের সঞ্চালনায় স্মরণ সভা শেষে নুরুল ইসলাম শেখ’র রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়াও বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য নুরুল ইসলাম শেখ ২০১৭ সালে অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মানবিক মানুষ হিসেবে উপজেলার সর্বস্তরের মানুষের জন্য কাজ করে গেছেন তিনি।











