বিশেষ পুরস্কারে ভূষিত ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।
- আপডেট সময় : ০৫:৪৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩ ১০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ফুলপুর থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও গুরুত্বপূর্ণ মামলায় বিশেষ ভূমিকা পালন করায় অভিন্ন মানদন্ডের আলোকে বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন ফুলপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানের, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক যুদ্ধাপরাধী নুরুল ইসলাম নুরু কে গ্রেফতার সহ এক বছরে পলাতক ৫ মানবতাবিরোধী আসামীকে গ্রেফতারের বিশেষ পুরস্কার হিসেবে।
ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিপিএম-বার এসময় ময়মনসিংহ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আমুল পরিবর্তনের রুপকার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা পিপিএম সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই পুরস্কারের কৃতজ্ঞতা জানিয়ে এক প্রতিক্রিয়ায় ফেইসবুক স্ট্যাটাস ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন,বিশেষ পুরস্কারের এই অর্জন ফুলপুর থানার সকল অফিসার ও ফোর্সদের দিন-রাত অক্লান্ত পরিশ্রমের ফল।
এবং তিনি বিশেষ পুরস্কারের এই অর্জন ফুলপুর থানার সকল অফিসার ও ফোর্সকে উৎসর্গ করেন।











