পানছড়িতে সাঁওতাল শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে পরিচিতি সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:১১:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ ১৭৮ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি সংবাদদাতা: বাংলাদেশ স্টুডেন্টস ডেভেলপমেন্ট সোসাইটি কর্তৃক খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার বড় সাঁওতাল পাড়ায় বিভিন্ন শ্রেনিতে পড়ুয়া দরিদ্র সাঁওতাল শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদানের লক্ষ্যে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) সকাল ১১ টার সময় পানছড়ি বড় সাঁওতাল পাড়া লাইব্রেরী কক্ষের সামনে আয়োজিত সুসজ্জিত মঞ্চে শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে পরিচিত ও আলোচনা সভা সম্পন্ন হয়।
এই সময় শিক্ষিকা সুর্বণা খীসার সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও থেকে আগত বাংলাদেশ স্টুডেন্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিনিধি বিপ্লব মারান্ডি,পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমা, লোগাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয় কুমার চাকমা,সাঁওতাল স্টুডেন্ট ফোরাম পানছড়ি উপজেলা শাখার সভাপতি মানিক সাঁওতাল, সাংবাদিক মিঠুন সাহা, সাঁওতাল স্টুডেন্টস ফোরাম এর নেতৃবৃন্দ খোকন সাঁওতাল,মিন্টু সাঁওতাল, ফাল্গুনী সাঁওতাল সহ প্রমুখ। এই সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন কার্বারী, মেম্বার সহ গগণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই সময় বিএম ট্রাস্ট বাংলাদেশ এর অর্থায়নে আগামী ৩ বছরের জন্য ৪২ জন সাঁওতাল দরিদ্র শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি দেওয়ার জন্য তালিকা গ্রহণ করা হয়।প্রতিবছর জুলাই হতে নবেম্বর মাসের মধ্যে বিকাশের মাধ্যমে এই উপবৃত্তি প্রদান করা হবে বলে জানান তারা।
এমন সুন্দর উদ্যোগের জন্য বাংলাদেশ স্টুডেন্টস ডেভেলপমেন্ট সোসাইটি এর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এলাকাবাসী ও অতিথিবৃন্দ।











