রায়গঞ্জে সুফল ভোগীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:০৮:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ ২৫৪ বার পড়া হয়েছে

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: শেখ হাসিনার দর্শন, সামাজিক নিরাপত্তার উন্নয়ন”এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে সোনাখাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পর্যায়ে সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুফল ভোগীদের সাথে মতবিনিময় করেছেন (রায়গঞ্জ-তাড়াশ) আসনের এমপি অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ।
শনিবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার নিমগাছি উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল রিপনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।
ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সঞ্চালনায়
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদি আল মাজি জিন্নাহ, সাধারণ সম্পাদক আবুল কালাম হৃদয়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইলিয়াস হাসান, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ তালুকদার, সোনাখাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন সরকার সহ প্রমুখ।
উক্ত মতবিনিময় সভায় উপজেলার সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। #











