সংবাদ শিরোনাম ::
শাহজাদপুরে আওয়ামীলীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে চাঁদাবাজি মামলা বেলকুচিতে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ জন আটক ৭ নভেম্বর না আসলে বাংলাদেশ বিলীন হয়ে যেত: বাউবি উপাচার্য বেলকুচির সেন ভাঙ্গাবাড়ী বাজার মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন “জয় বাংলা” স্লোগান দেওয়ায় সাবেক পিপি-কে গণপিটুনি, পুলিশে সোপর্দ উলিপুরে শিক্ষকদের বিরুদ্ধে ভোট কেন্দ্র মেরামতের টাকা আত্নসাতের অভিযোগ খাজা শাহ্ এনায়েতপুরী (রহ:) এর ১১০ তম ওরছ শরীফের দাওয়াত পত্র বিতরণ  রাজশাহীর মাঠে স্পীড স্কেটিংয়ে বগুড়ার স্কেটারদের ৩টি স্বর্ণপদক সহ ৮ পদক অর্জন এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষে আলোচনা সভা

রাজশাহীতে দুঃস্থদের নিয়ে শারদ আনন্দ উৎসব, ১৪ টাকায় দেড় হাজার টাকার পণ্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৮:০৮ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩ ১৪৭ বার পড়া হয়েছে

তানজিলা আক্তার রাজশাহী প্রতিনিধি: দেশের প্রতিটি উৎসবে ধনীদের পাশাপাশি গরীবরাও যাতে সুন্দর করে উৎসবটি পালন করতে পারে এজন্য গত কয়েক বছর থেকে কাজ করছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।

আজ সকালে মহানগরীর নাইস কনভেনশন সেন্টারে সবাই মিলে শারদ আনন্দ উৎসব নামে এ ভিন্নধর্মী বাজারের আয়োজন করা হয়। বিদ্যানন্দের মানবিক ও ভিন্নধর্মী এ আয়োজনের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় বসাক। এসময় বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ফারুক আহম্মেদসহ বিদ্যানন্দের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উৎসবে রাজশাহীর প্রায় ১ হাজার মানুষ অংশ নেয়। সাত টাকার মধ্যে প্রতীকী মূল্য চাল, ডাল, তেল, লবণ, আটা, নারকেল, চিনি, গুড়, মাছ, মুরগী, সবজি, বাচ্চাদের শিক্ষা সামগ্রী পাওয়া যায়। এ বাজারে প্রায় ২৬ রকমের পণ্য কেনার সুযোগ পায় একেকটি পরিবার। পাশাপাশি সাত টাকার মাঝে পরিবারের জন্য শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবী কিংবা বাচ্চাদের জামাকাপড় কেনার সুযোগ পায়। এই বাজারে সর্বোচ্চ ১৫ টাকার পণ্য কেনার সুযোগ পেয়েছে প্রতিটি পরিবার। যার বাজার মূল্য প্রায় দেড় হাজার টাকার মতো।

দরিদ্র-অসহায় পরিবারগুলো এমন আয়োজন দেখে ধন্যবাদ জানিয়েছেন আয়োজকদের।

এই বাজারের সুবিধা যেন শুধু গরীবরা পায়, তা নিশ্চিত করতে বিদ্যানন্দের সদস্যরা আগেই বিভিন্ন এলাকায় সার্ভে করে সুবিধাবঞ্চিত মানুষদের জন্যই তালিকা প্রস্তুত করে। বিত্তবানদের সহযোগীতা পেলে এই আয়োজন আরও বাড়ানোর কথা জানান সংশ্লিষ্টরা।

বিদ্যানন্দ সমাজসেবায় ২০২১ সালে বৃটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের “কমনওয়েলথ পয়েন্টস অফ লাইট” পদক, ২০২২ জাতীয় মানবকল্যান পদক এবং সর্বশেষ ২০২৩ সালে একুশে পদকে ভূষিত হয়।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীতে দুঃস্থদের নিয়ে শারদ আনন্দ উৎসব, ১৪ টাকায় দেড় হাজার টাকার পণ্য

আপডেট সময় : ০৯:৫৮:০৮ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩

তানজিলা আক্তার রাজশাহী প্রতিনিধি: দেশের প্রতিটি উৎসবে ধনীদের পাশাপাশি গরীবরাও যাতে সুন্দর করে উৎসবটি পালন করতে পারে এজন্য গত কয়েক বছর থেকে কাজ করছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।

আজ সকালে মহানগরীর নাইস কনভেনশন সেন্টারে সবাই মিলে শারদ আনন্দ উৎসব নামে এ ভিন্নধর্মী বাজারের আয়োজন করা হয়। বিদ্যানন্দের মানবিক ও ভিন্নধর্মী এ আয়োজনের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় বসাক। এসময় বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ফারুক আহম্মেদসহ বিদ্যানন্দের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উৎসবে রাজশাহীর প্রায় ১ হাজার মানুষ অংশ নেয়। সাত টাকার মধ্যে প্রতীকী মূল্য চাল, ডাল, তেল, লবণ, আটা, নারকেল, চিনি, গুড়, মাছ, মুরগী, সবজি, বাচ্চাদের শিক্ষা সামগ্রী পাওয়া যায়। এ বাজারে প্রায় ২৬ রকমের পণ্য কেনার সুযোগ পায় একেকটি পরিবার। পাশাপাশি সাত টাকার মাঝে পরিবারের জন্য শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবী কিংবা বাচ্চাদের জামাকাপড় কেনার সুযোগ পায়। এই বাজারে সর্বোচ্চ ১৫ টাকার পণ্য কেনার সুযোগ পেয়েছে প্রতিটি পরিবার। যার বাজার মূল্য প্রায় দেড় হাজার টাকার মতো।

দরিদ্র-অসহায় পরিবারগুলো এমন আয়োজন দেখে ধন্যবাদ জানিয়েছেন আয়োজকদের।

এই বাজারের সুবিধা যেন শুধু গরীবরা পায়, তা নিশ্চিত করতে বিদ্যানন্দের সদস্যরা আগেই বিভিন্ন এলাকায় সার্ভে করে সুবিধাবঞ্চিত মানুষদের জন্যই তালিকা প্রস্তুত করে। বিত্তবানদের সহযোগীতা পেলে এই আয়োজন আরও বাড়ানোর কথা জানান সংশ্লিষ্টরা।

বিদ্যানন্দ সমাজসেবায় ২০২১ সালে বৃটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের “কমনওয়েলথ পয়েন্টস অফ লাইট” পদক, ২০২২ জাতীয় মানবকল্যান পদক এবং সর্বশেষ ২০২৩ সালে একুশে পদকে ভূষিত হয়।