রায়গঞ্জে সুফল ভোগীদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৪১:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩ ২০৭ বার পড়া হয়েছে

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে “শেখ হাসিনার দর্শন, সামাজিক নিরাপত্তা উন্নয়ন” এই প্রতিপাদ্য কে সামনে রেখে বয়স্ক, বিধবা প্রতিবন্ধী সহ বিভিন্ন সুফল ভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বরিবার দুপুরে শালিয়াগাড়ী উচ্চ বিদ্যালয় চত্বরে ইউপি চেয়ারম্যান রাইসুল হাসান সুমনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।
ধামাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব সোহেলের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদি আল মাজি জিন্নাহ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুল ইসলাম চান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইলিয়াস হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন, ধামাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি টি.এম শাহিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আজিজ রতন সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ।











