যশোরে শুরু হয়েছে ‘স্বর্ণলতা কেবল নেটওয়ার্ক’র গ্রাহক সংযোগ ও ফিডার অপারেটর নিয়োগ কার্যক্রম
- আপডেট সময় : ০৮:৩৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ ১৫৫ বার পড়া হয়েছে

জেমস আব্দুর রহিম রানা: যশোরে শুরু হয়েছে ‘স্বর্ণলতা কেবল নেটওয়ার্ক’র গ্রাহক সংযোগ ও ফিডার অপারেটর নিয়োগ কার্যক্রম
যশোরে বিনোদনের ইতিহাসে নাম উঠল স্মার্ট ডিজিটাল কেবল টিভি কন্ট্রোল রুম ‘স্বর্ণলতা কেবল নেটওয়ার্ক’। একদল দক্ষ টেকনিশিয়ানের হাত ধরে ইতিমধ্যে গ্রাহক সংযোগ ও এলাকা ভিত্তিক ফিডার অপারেটর নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। টিভির পর্দায় ঝকঝকে ছবি, ৮০ থেকে ২০০টি চ্যানেল ও প্রতিষ্ঠানটির তাৎক্ষণিক সেবা পেয়ে মুগ্ধ গ্রাহক মহল থেকে আসছে প্রশংসা। স্বর্ণলতা কেবল নেটওয়ার্ক স্কাই কেবল নেটওয়ার্কের মাধ্যমে সেবা প্রদান করছে। এই সেবা কার্যক্রম দ্রুতই তৃণমূল জনপদে ছড়িয়ে দিতে লাইসেন্সপ্রাপ্ত ও আগ্রহী প্রকৃত ব্যবসায়ীদের ফিডার অপারেটর হিসেবে নিয়োগ দেয়া শুরু হয়েছে। এরআগে শুক্রবার পরীক্ষামূলকভাবে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে।
প্রতিষ্ঠান সূত্রে জানাযায়, ‘স্বর্ণলতা কেবল নেটওয়ার্ক’ পুরোদমে গ্রাহকদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে সংযোগ দিচ্ছে। সেই সাথে তৃণমূল পর্যায়ে গ্রাহক সেবা পৌঁছে দিতে এলাকা ভিত্তিক লাইসেন্সপ্রাপ্ত প্রকৃত ব্যবসায়ীদের ফিডার অপারেটর হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে। এখন পর্যন্ত যেসব এলাকায় ফিডার অপারেটর নিয়োগ দেয়া হয়নি সেইসব এলাকায় নিয়োগ দেয়া হবে। ফিডার অপারেটর হতে আগ্রহী লাইসেন্সপ্রাপ্ত প্রকৃত ব্যবসায়ীদের ইসহাক টাওয়ার (লেভেল ৩) ৪৩ এমকে রোড যশোর ঠিকানায় যোগাযোগ করার জন্য আহবান জানানো হয়েছে। প্রয়োজনে ০১৭১১-২৯৬৫৮২ নম্বর মুঠোফোনে যোগাযোগ করতে বলা হয়েছে।
গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) হাজি আব্দুল করিম রোড চুড়িপট্টি লোন অফিসপাড়াসহ বেশকিছু এলাকায় বিভিন্ন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে সংযোগ দেয়া হয়।
প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী (সিইও) ও ব্যবসায়ী নেতা মীর মোশাররফ হোসেন বাবু জানান-দেশি-বিদেশি ৮০ থেকে ২০০টির বেশি চ্যানেল দেখা যাবে। দ্রুতই জেলা ছাপিয়ে স্বর্ণলতা কেবল নেটওয়ার্কের সংযোগ পাবেন বৃহত্তর যশোরের তৃণমূল পর্যায়ের মানুষ।
প্রতিষ্ঠান সংশ্লিস্টদের প্রত্যাশা,অতৃপ্ত দর্শকদের মন ভরিয়ে দেবে ‘স্বর্ণলতা কেবল নেটওয়ার্ক। ছবি দেখাসহ যেকোনো ধরনের সমস্যা হলে ‘স্বর্ণলতা কেবল নেটওয়ার্কে অভিযোগ করা হলে দ্রুততম সময়ে তার সমাধান পাবেন সম্মানিত গ্রাহকরা।
এদিকে, সংযোগ পাওয়া অনেক গ্রাহক সংশ্লিষ্ট দপ্তরে ফোন ও মেসেজ পাঠিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা জানান-এতদিন যশোরে টিভি পর্দায় এত সুন্দর ও ঝকঝকে ছবি দেখা যায়নি। তাছাড়া একটি প্রতিষ্ঠানের কাছে যশোরবাসী জিম্বি ছিলেন। এখন সেই জিম্বিদশা থেকে মুক্ত করলো ‘স্বর্ণলতা কেবল নেটওয়ার্ক। গ্রাহক মহল প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করেছেন।











