রাজপথে বসে থাকলে তারা নির্বাচনের ট্রেন ফেল করবে: কুষ্টিয়ায় হাসানুল হক ইনু
- আপডেট সময় : ০৪:১৩:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ ৭৮ বার পড়া হয়েছে

কুষ্টিয়া সংবাদদাতা: জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন সংবিধানের নিয়ম অনুযায়ী নির্বাচনের ট্রেন আগামী দ্বাদশ নির্বাচন চালু হয়ে গেছে। রাজপথে দখল বেদখলের খেলায় মেতে থাকলে নির্বাচনের ট্রেন ষ্টেশনে পৌছে যাবে। বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে রাজপথে থাকবে না নির্বাচনে ট্রেনে উঠবে। বিএনপি দেশী বিদেশের গায়েবী শক্তির উপর আশা করে রাজপথে বসে থাকবে তারা নির্বাচনের ট্রেন ফেল করবে।বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন অতিতে যারা জঙ্গী সন্ত্রাসীদের সাথে জড়িত, আগুন সন্ত্রাস, ২১ আগষ্ট ভয়াবহ খুনের সাথে জড়িত ছিল এবং মামলা থাকায় তাদের বিচার কার্য করার আটক করছে পুলিশ। বিএনপির সাধারণ কর্মী বা কোন নেতাকর্মীকে হয়রানী করা হচ্ছে না। আজ সকালের দিকে মিরপুর নাজমুল উলুম সিদ্দিকীয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার চারতলা ভিত বিশিষ্ট চারতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন ও মতবিনিময়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি স্বপ্ন দেখছেন সরকার দখলের যে চেষ্টা চলছে সেটা বাংলাদেশের জনগণ প্রতিহত করবে। ৭১ খুনি, ৭৫ খুনি, ২১ আগষ্টের খুনের ঠিকাদার হচ্ছে বিএনপি। বিএনপি গণতন্ত্র নিয়ে চিৎকার করে জঙ্গী ও রাজাকারদেরকে পুনরায় তাদেরকে আবারও রাজনৈতিক মাঠে আনতে চায়। এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম, মিরপুর মেয়র এনামুল হক, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আহম্মদ আলীসহ জাসদের নেতাকর্মীরাসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।











