শেখ রাসেলের জন্মদিনে জাগরণী চক্র ফাউন্ডেশনের বর্ণাঢ্য আয়োজন
- আপডেট সময় : ০৩:৫৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ ১৫৭ বার পড়া হয়েছে

সানজিম মিয়া গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে আনন্দ র্যালি, আলোচনা সভা, সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে জাগরণী চক্র ফাউন্ডেশন গংগাচড়া, রংপুর।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার নোহালী ইউনিয়নের কাচারী পাড়া ১নং উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ে সুপারভাইজার শামসুল আলমের নেতৃত্বে একটি আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন মোঃ সোহেল মিয়া, মিলন চন্দ্র,সাহানাজ পারভিন,শ্যামলী রানী, দিপ্তি রানীসহ ইউনিয়নে অবস্থিত বিভিন্ন উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ। সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন কেএনবি বহুমুখী উচ্চ-বিদ্যালয়ের সভাপতি অনুকূল চন্দ্র রায়। 
মূলত, এ দিবসটি পালনের মধ্য দিয়ে শহীদ ‘শেখ রাসেলের বেড়ে উঠা, মানবিকতা, উদারতা, অতিথি পরায়নতা এবং দশ বছর জীবনের যে জীবন সংগ্রাম-এই সবকিছু এবং রাসেলের নির্মল, দুরন্ত ও প্রাণবন্ত শৈশব প্রত্যেক শিশুর কাছে তুলে ধরা হয়েছে।











