হাসপাতালে হামলার পর বাইডেনের সঙ্গে বৈঠক বাতিল করলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট’
- আপডেট সময় : ০৯:১৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ ৭৮ বার পড়া হয়েছে

বাংলা পোর্টাল: এবার গাজা উপত্যকার একটি হাসপাতালে ইসরায়েলি বাহিনী ভয়াবহ বোমা হামলা চালিয়েছে। আর এ হামলায় মুহূর্তেই ঝরে গেছে ৫০০ নিরীহ মানুষের প্রাণ, যাদের বেশিরভাগই ছিল নারী ও শিশু। বর্বর এ গণহত্যার পর-যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, বাইডেন ও আব্বাসের বৈঠকটি হওয়ার কথা ছিল বুধবার জর্ডানে। কিন্তু আল-আহলি নামক হাসপাতালে ইসরাইলি বাহিনীর এ বোমা হামলার পর বেশ ভালো রকমের ক্ষিপ্ত হয়েই নির্ধারিত বৈঠকটি বাতিল করে দিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট।
বুধবার বাইডেনের সঙ্গে এ বৈঠকে জর্ডানের রাজা আব্দুল্লাহ-২ এবং মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ এল-সিসিরও যোগ দেওয়ার কথা ছিল। বৈঠকটিতে হামাস ও ইসরাইলের মধ্যকার যুদ্ধ নিয়ে আলোচনা করতেন তারা।
নাম প্রকাশ না করার শর্তে ফিলিস্তিনির দুই কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, গাজার হাসপাতালে ইসরাইল গণহত্যা চালানোর পর খুব ক্ষুব্ধ হয়েছেন প্রেসিডেন্ট (আব্বাস’) এবং তিনি (জর্ডান থেকে’) তাৎক্ষণিকভাবে রামাল্লায় ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।
তবে পশ্চিমাদের সঙ্গে সখ্যতা থাকায় মাহমুদ আব্বাসের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছেন সাধারণ ফিলিস্তিনিরাই’।
বিশেষ করে রামাল্লাহ শহরে মঙ্গলবার রাতেই বড় আকারের বিক্ষোভ শুরু হয়েছে। যেটি দমনে কাঁদানে গ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করেছে ফিলিস্তিনি পুলিশ।
আল-জাজিরা জানিয়েছে, হাসপাতালে হামলার পর মাহমুদ আব্বাসের প্রতি ক্ষিপ্ত হয়েছেন ইসরাইলি দখলদারিত্বের অধীনে থাকা পশ্চিম তীর ও অন্যান্য শহরের বাসিন্দারা। তারা মনে করছেন, গাজার বিরুদ্ধে ইসরাইল যে আগ্রাসন দেখাচ্ছে সেটি বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেননি মাহমুদ আব্বাস।

















