সংবাদ শিরোনাম ::
শাহজাদপুরে আওয়ামীলীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে চাঁদাবাজি মামলা বেলকুচিতে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ জন আটক ৭ নভেম্বর না আসলে বাংলাদেশ বিলীন হয়ে যেত: বাউবি উপাচার্য বেলকুচির সেন ভাঙ্গাবাড়ী বাজার মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন “জয় বাংলা” স্লোগান দেওয়ায় সাবেক পিপি-কে গণপিটুনি, পুলিশে সোপর্দ উলিপুরে শিক্ষকদের বিরুদ্ধে ভোট কেন্দ্র মেরামতের টাকা আত্নসাতের অভিযোগ খাজা শাহ্ এনায়েতপুরী (রহ:) এর ১১০ তম ওরছ শরীফের দাওয়াত পত্র বিতরণ  রাজশাহীর মাঠে স্পীড স্কেটিংয়ে বগুড়ার স্কেটারদের ৩টি স্বর্ণপদক সহ ৮ পদক অর্জন এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষে আলোচনা সভা

অভিনন্দন বন্ধু চন্দন || লেখক: কবির বকুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩ ১৬৩ বার পড়া হয়েছে

করোনাকালীন সবাই গৃহবন্দী। আমার বন্ধু চন্দন সিনহা ফোনে বলল, তাঁর জন্য একটি গান লিখে দিতে। আমি তখন লিখলাম-

ঠিকানাবিহীন তোমাকে লিখব কোথায় আমি চিঠি
খুঁজব কোথায় বল না তোমায় সবকিছু টেনেছ ইতি
ভুল করে ভাবি নি কখনো তো
তুমিও শীতেরই পাখির মতো ছিলে দু দিনের অতিথি।

গানটি ইমরানকে দিলাম সুর করতে। অসাধারণ একটা সুর
করল ইমরান। তারপর তৈরি হলো মিউজিক ট্র্যাক। করোনাকালীন ওই পরিস্থিতিতে ভয়েস নেবার জন্য ঘর থেকে বের হবার উপায় নেই। এদিকে চন্দন কভিড আক্রান্ত হয়ে ল্যাব এইড হাসপাতালে। আইসিইইউতে। অবস্থা এতটাই খারাপ যে বি+ রক্তের প্রয়োজন হলো । আমার স্ত্রী দিনাত জাহান মুন্নীও রক্ত দিলো। চন্দন সুস্থ হয়ে ফিরে আসার পর আমিও কভিড আক্রান্ত হলাম। এ রকম পরিস্থিতির কারণে ভয়েস নেওয়া আর হয়ে উঠল না।এর মধ্যে ইস্পাহানি আরিফ জাহান তাদের হৃদিতা সিনেমার জন্য গান করবেন।আমার সাথে বসলেন। গল্প শোনালেন। ছবির দুটো সিকোয়েন্স এ দুটো গান। আমি গল্প শুনে দেখলাম একটি সিকওয়েন্সে ঠিকানাবিহীন গানটি দারুণভাবে যায়।
এ গানটি রেকর্ড করার জন্য মাই টিভির অডিও স্টুডিওতে শিফট নেওয়া হলো। কিন্তু প্রথম দিন চন্দন ভালো গাইতে পারলো না। অন্য একদিন আবার শিফট নেওয়া হলো। এবার চন্দন গাইল বেশ ভালো। আমি চন্দনকে বললাম, এই গান আপনাকে অনেক প্রাপ্তি এনে দেবে। হৃদিতা সিনেমাটি মুক্তি পেল। ঠিকানাবিহীন গানটি দারুণ প্রশংসিত হলো।
সম্প্রতি ওপার বাংলার জনপ্রিয় শিল্পী নচিকেতা এসেছিলেন বাংলাদেশে। তিনি এই গানটি শুনে এতটাই পছন্দ করলেন যে, এটিএন বাংলায় আমার সঞ্চালনায় একটি অনুষ্ঠানে তিমি এই গানটি গেয়েও ফেললেন।
যাই হোক, বন্ধুকে বলেছিলাম এ গান অনেক প্রাপ্তি এনে দেবে। তারই প্রথম প্রমাণ সান সিল্ক-চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ডে ছায়াছবির গান বিভাগে হৃদিতা ছবির “ঠিকানাবিহীন” গানটির জন্য শ্রেষ্ঠ গায়কের পুরষ্কার পেল চন্দন সিনহা। আর পুরস্কারটি তিনি গ্রহণ করল উপমহাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লার হাত থেকে। অভিনন্দন বন্ধু চন্দন সিনহা। প্রত্যাশা করছি এই গানটি দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারটাও যেন পেয়ে যাও।

লেখক: কবির বকুল, সাংবাদিক ও গীতিকার

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অভিনন্দন বন্ধু চন্দন || লেখক: কবির বকুল

আপডেট সময় : ০১:৫৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩

করোনাকালীন সবাই গৃহবন্দী। আমার বন্ধু চন্দন সিনহা ফোনে বলল, তাঁর জন্য একটি গান লিখে দিতে। আমি তখন লিখলাম-

ঠিকানাবিহীন তোমাকে লিখব কোথায় আমি চিঠি
খুঁজব কোথায় বল না তোমায় সবকিছু টেনেছ ইতি
ভুল করে ভাবি নি কখনো তো
তুমিও শীতেরই পাখির মতো ছিলে দু দিনের অতিথি।

গানটি ইমরানকে দিলাম সুর করতে। অসাধারণ একটা সুর
করল ইমরান। তারপর তৈরি হলো মিউজিক ট্র্যাক। করোনাকালীন ওই পরিস্থিতিতে ভয়েস নেবার জন্য ঘর থেকে বের হবার উপায় নেই। এদিকে চন্দন কভিড আক্রান্ত হয়ে ল্যাব এইড হাসপাতালে। আইসিইইউতে। অবস্থা এতটাই খারাপ যে বি+ রক্তের প্রয়োজন হলো । আমার স্ত্রী দিনাত জাহান মুন্নীও রক্ত দিলো। চন্দন সুস্থ হয়ে ফিরে আসার পর আমিও কভিড আক্রান্ত হলাম। এ রকম পরিস্থিতির কারণে ভয়েস নেওয়া আর হয়ে উঠল না।এর মধ্যে ইস্পাহানি আরিফ জাহান তাদের হৃদিতা সিনেমার জন্য গান করবেন।আমার সাথে বসলেন। গল্প শোনালেন। ছবির দুটো সিকোয়েন্স এ দুটো গান। আমি গল্প শুনে দেখলাম একটি সিকওয়েন্সে ঠিকানাবিহীন গানটি দারুণভাবে যায়।
এ গানটি রেকর্ড করার জন্য মাই টিভির অডিও স্টুডিওতে শিফট নেওয়া হলো। কিন্তু প্রথম দিন চন্দন ভালো গাইতে পারলো না। অন্য একদিন আবার শিফট নেওয়া হলো। এবার চন্দন গাইল বেশ ভালো। আমি চন্দনকে বললাম, এই গান আপনাকে অনেক প্রাপ্তি এনে দেবে। হৃদিতা সিনেমাটি মুক্তি পেল। ঠিকানাবিহীন গানটি দারুণ প্রশংসিত হলো।
সম্প্রতি ওপার বাংলার জনপ্রিয় শিল্পী নচিকেতা এসেছিলেন বাংলাদেশে। তিনি এই গানটি শুনে এতটাই পছন্দ করলেন যে, এটিএন বাংলায় আমার সঞ্চালনায় একটি অনুষ্ঠানে তিমি এই গানটি গেয়েও ফেললেন।
যাই হোক, বন্ধুকে বলেছিলাম এ গান অনেক প্রাপ্তি এনে দেবে। তারই প্রথম প্রমাণ সান সিল্ক-চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ডে ছায়াছবির গান বিভাগে হৃদিতা ছবির “ঠিকানাবিহীন” গানটির জন্য শ্রেষ্ঠ গায়কের পুরষ্কার পেল চন্দন সিনহা। আর পুরস্কারটি তিনি গ্রহণ করল উপমহাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লার হাত থেকে। অভিনন্দন বন্ধু চন্দন সিনহা। প্রত্যাশা করছি এই গানটি দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারটাও যেন পেয়ে যাও।

লেখক: কবির বকুল, সাংবাদিক ও গীতিকার