নোয়াখালীতে শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- আপডেট সময় : ০১:১৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩ ২৪১ বার পড়া হয়েছে
বাংলা পোর্টাল :
নোয়াখালীতে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শেখ রাসেল চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকালে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়াম মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন,
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম।
নোয়াখালী জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার সভাপতি দেওয়ান মাহবুবুর রহমান এর সভাপতিত্বে
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু,
চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ড. সিরাজউদ্দিন মোঃ আলমগীর,
নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল,
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্) মো: ইব্রাহিম ।
উদ্বোধনী খেলায় চট্টগ্রাম জেলা ২-০ গোলে লক্ষ্মীপুর জেলাকে পরাজিত করে।
এ টুর্নামেন্টে চট্রগ্রাম বিভাগের ১১টি জেলা অংশগ্রহন করছে । প্রত্যেকটি ম্যাচ নোয়াখালী শহিদ ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ৫ নভেম্বর।