সংবাদ শিরোনাম ::
আটোয়ারীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:০৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩ ৪৯ বার পড়া হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে মায়ান (৩) নামে এক শিশু এবং দুপুরের দিকে সিফাত (৪) নামে আরেক শিশুর মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত শিশু মায়ান আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের মানিক হোসেনের ছেলে। খেলার এক পর্যায়ে বাড়ির পাশে একটি খালের পানিতে পরে শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে, দুপুরের দিকে একই উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার খাসপাড়া গ্রামের আলম হোসেনের ছেলে সিফাত বাডির পাশে খেলকে গিয়ে একটি পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।
আটোয়ারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আবু মুসা বলেন, পানিতে দুই শিশুর মৃত্যু হয়েছে। দুটি ঘটনায় থানায় ইউডি মামলা করা হয়েছে।











