পাইকগাছায় ৩ মাদক ব্যবসায়ী বিদেশী মদ সহ আটক
- আপডেট সময় : ০৮:৩৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩ ১০৯ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা: খুলনার পাইকগাছায় বিদেশী মদ সহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। পুলিশ আটককৃতদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করেছে। বৃহষ্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে রাত দুইটার দিকে পাইকগাছা শিবসা ব্রিজ এলাকা থেকে এস আই অমিত দেবনাথ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ তাদেরকে আটক করা হয়। আটক ব্যক্তিদের নামে থানায় মামলা হয়েছে। শুক্রবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন, উপজেলার সোলাদানা ইউনিয়নের টেংরামারী গ্রামের বঙ্কিম ঢালীর ছেলে প্রনয় ঢালী(২৫), গড়ুই খালী ইউনিয়নের হাতিয়ারডাঙ্গা গ্রামের শংকর সানার ছেলে অভিজিৎ সানা(২৪), ও ডুমুরিয়া উপজেলার চ্যাংমারী গ্রামের সুজিৎ মন্ডলের ছেলে রনি মন্ডল (২১)। তাদের কাছ থেকে দুই বোতল বিদেশি মদ উদ্ধার করে এসময় তাদের ব্যবহৃত টিভি এস মোটরসাইকেল টি জব্দ করা হয়। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে, তাদের কে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।











